প্রজন্মকে সুশিক্ষিত করতে কাজ করছে সরকার

চুয়াডাঙ্গার স্কুলে স্কুলে বিদায়-বরণ অনুষ্ঠিত : দামুড়হুদার আয়োজনে এমপি টগর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির তিনি বলেন, শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে দেশে। দেশের প্রতিটি পরিবারে এখন শিক্ষিত ছেলে-মেয়ে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করতে কাজ করছে সরকার। বিগত দিনগুলোতে আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতে যে সাফল্য অর্জন করেছেন তা অতীতের আর কোনো সরকার করেনি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার আগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেমন চিত্র ছিলো তা সকলের জানা। আর বর্তমান সময়ে লক্ষ্য করুন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণসহ বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হয়েছে। বর্তমান সরকার উপবৃত্তি, বিনামূল্যে বছরের শুরুতেই নতুন বইসহ নানা রকম শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন শিক্ষার্থীদের হাতে।
চুয়াডাঙ্গা একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ^াস। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সেলিনা খাতুন, সিনিয়র শিক্ষক আবু কুহাক, মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক রিপন আলী।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শঙ্করচন্দ্র ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীরের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মনোয়ার হোসেন, শঙ্করচন্দ্র ইউপি সচিব আশাবুল হক মাসুদ, ম্যানেজিং কমিটির সদস্য শওকত মাহামুদ, মাসুদুর রহমান, ফজলুর রহমান, আবুল কালাম আজাদ, মাহামুদুল হাসান, পল্লী উন্নয়ন সংস্থা (পাস) এর নির্বাহী পরিচালক মো. ইলিয়াস হোসেন। শেষে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের হাতে সহায়ক উপকরণ তুলে দেন। এ বছর বিদ্যালয় হতে ১৮৫জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয় তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল্লা শেখ। বিশেষ অতিথি বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সদস্য জালাল উদ্দিন মহর, পরিচালনা কমিটির সেলিম রেজা, সহকারী প্রধান শিক্ষক এমএকে আজাদ, শিক্ষক ছাকিনা খাতুন, হাবিবা খাতুন মোহাম্মদ আলী, অমিত কুমার সরকার, হুমায়ন কবির, ফারহানা খাতুন, সাইদুন্নাহার, আক্তারুন নেছা, জাহানারা পারভীন, সাইফুল ইসলাম, আতিয়ার রহমান, কামরুজ্জামান, ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল ও দোয়া পরিচালনা করেন ধর্ম শিক্ষক মোমতাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার তুলে দেয়া হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে বিদ্যালয় থেকে অবসরে যাওয়া প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের নতুন করে বিদায় সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন ইলিয়াস হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রবিউল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রশিদ, আতাউর রহমান। এ সময় অতিথিবৃন্দ বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নবীছদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. মোজাহার আলী, সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন, মো. বাহারুল ইসলাম, আব্দুর রশিদ, সোলাইমান হক, নুরুল হক, কর্মচারী বীর মুক্তিযোদ্ধা মো. খবির উদ্দিন, তোফাজ্জেল হোসেন, রুশিয়া খাতুনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানোয়ার হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম, রবজেল আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বালিকা বিদ্যালয়ের মাওলানা শিক্ষক আব্দুর রহমানকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। গতকাল সোমবার সকাল ১০টায় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হাজি জিনারুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজা, হাটবোয়ালিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম কম আলমগীর হোসেন, আজাদ আলী বিশ্বাস, নাসির উদ্দিন, আমিরুল ইসলাম, খোকন আলী। সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ইউপি সদস্য নজরুল ইসলাম, আবু নাসের লালু, কালু, শিক্ষক প্রতিনিধি কোরবান আলী, ওজিফা খাতুন, আলমগীর কবির, জাহানারা খাতুন, হীরা খাতুন, গুলশানআরা, শামীমা খাতুন, মোহাম্মদ আলী প্রমুখ।
এদিকে, আলমডাঙ্গা হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামীমা নাসরিন। প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নাহিদ হাসনাত সোহাগ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজা, আক্তারুজ্জামান, ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক আশিক আহমেদ কলিন্স, ইউপি সদস্য সাহিবুল ইসলাম, ইকরামুল হক বুড়ো, বজলুর রশিদ মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, সাবেক ইউপি সদস্য জাফর শেখ, ইউপি সদস্য রিপন বিশ্বাস, ইউপি সদস্য নজরুল ইসলাম। হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান মনির উপস্থাপনায় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া কলেজ শাখার সহকারী অধ্যাপক আব্দুর রহিম, প্রভাষক উম্মে সুরাইয়া, হাটবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শরিফুন নেছা, শামসুল হক, হাটবোয়ালিয়া ক্যাম্পের টুআইসি মামুন অর রহমান।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগর টগর। দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বর্ডির সভাপতি শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সজল কুমার দাস, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, দর্শনা কেরু এন্ড কোং লিমিটেডের জি এম (প্রশাসন) আবসরপ্রাপ্ত মো. সাহাব উদ্দিন, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি গভর্নিং বর্ডির সদস্য এম নুরুন্নবী। দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে এ সময় অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ হোসেন, আবুল হাশেম, যুবলীগ নেতা আব্দুল হালিম ভুট্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ছিলেন নাটুদা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান, নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. দবিরুল ইসলাম, ইউপি সদস্য মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক মো. মাসুদ রানা, রেজাউল হোসেন, মনোয়ারা খাতুন, সাইদুর রহমান, আনোয়ারা খাতুন, রাজিয়া খাতুন, আবু সাদিক, আবু হাসান, হযরত আলীসহ সকল শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন শিক্ষক রেজাউল হোসেন।
এদিকে, দামুড়হুদা উপজেলার সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মো. ওবাইদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জি. তছিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুর রশিদ, মো. আইতুল্লাহ, ক্বারি মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রব মেম্বার, মো. আক্তারুজ্জামান, সাইদ হোসেন, আহসান হাবিব, হেলাল উদ্দিন, জোহরা খাতুনসহ সকল শিক্ষার্থীবৃন্দ।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, জীবননগর উপজেলা মাধবপুরে বিসিকে এমপি মাধ্যমিক বিদ্যালয় এবং রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মাধবপুর স্কুলে এ আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটি সদস্য নুরুজ্জামান, মমরেজ আলী, সাইদুর রহমান, রবজেল হোসেন সর্দার, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মিনাজ উদ্দীন, মজিবর রহমান, রফিকুল ইসলাম, জহুরা খাতুন, নুরজাহান ও মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম, মজিবর রহমান, সহদেব কুমার, বজলুর রহমান, হারুন অর-রশিদ, খলিলুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক পাভেল মেহমুদ আব্দুর রব।
অপর দিকে রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে রায়পুর স্কুলমাঠে এ আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন স্কুলের সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন, মিজানুর রহমান, শরিফুল ইসলাম ও বিদে্যুৎসাহী সদস্য সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক আনোয়ার হোসেন নাহার, মফিজুর রহমান, রাজু আহম্মেদ, মিনারুল ইসলাম, রেজাউল রহমান, মাহাবুব আলম, নাজমুল হোসেন, কুমার পাল, নাজমুল হুদা, শিক্ষিকা নাসরিন আক্তার, শিরিনা আক্তার, সুইটি খাতুন। অনুষ্ঠনটি পরিচালনা করেন স্কুলের অফিস সহকারী সাদিক। এবার মাধবপুর বিসিকে এমপি মাধ্যমিক বিদ্যালয়ে হতে ৭৩ শিক্ষার্থী ও রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৮জন শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More