চুয়াডাঙ্গাসহ ২৩ জেলায় নতুন সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার: একদিনে দেশের এক-তৃতীয়াংশ জেলায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিভিল সার্জনদের পদায়নের এ আদেশ হয়। এসব আদেশে চলতি দায়িত্বের কথা উল্লেখ রয়েছে।
ঢাকার সচিবালয় ক্লিনিকসহ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, বরগুনা, রাজশাহী, সিলেট, কুড়িগ্রাম, শেরপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, রংপুর, বগুড়া, নাটোর, বান্দরবান, নওগাঁ ও সুনামগঞ্জে নতুন সিভিল সার্জন নিয়োগ পান।
এসব কর্মকর্তা দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, ৮ জন সহকারী পরিচালক, একজন মেডিকেল সুপারিনটেনডেন্ট, একজন ডেপুটি সিভিল সার্জন এবং একজন মেডিকেল অফিসার।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More