বড়দিন পালন করার জন্য ট্রেনযোগে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে কার্পাসডাঙ্গার মিশনপল্লির শাওনের মর্মান্তিক মৃত্যু

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : বড়দিন পালন করার জন্য বন্ধুদের নিয়ে বাড়ির পথে রওনা হয়ে ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার মিশন পল্লির যুবকের। জয়দেবপুর স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, গতকাল বুধবার রাত ৮ টার দিকে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা ট্রেনে এলাকার ৬/৭ জন মিলে বড়দিন পালন করার উদ্দ্যেশে জয়দেবপুর ষ্টেশন থেকে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে চ বগিতে উঠে নিজ বাড়ি কার্পাসডাঙ্গায় রওনা হয় কার্পাসডাঙ্গা মিশন পল্লির সোওল নওদা ওরফে পটলের ছেলে শাওন নওদা (২৮)। বন্ধুদের সাথে ট্রেনের আসনে বসে থাকার পর আসর থেকে উঠে জয়দেবপুর ও মির্জাপুর ষ্টেশনের মাঝামাঝি এলে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলো। এসময় ট্রেনের পাশ ঘেষা লেম্প পোষ্টে ধাক্কা লাগলে শাওন ট্রেন থেকে ছিটকে পড়ে যায়। পরে বন্ধুরা শাওনকে না পেয়ে খোঁজাখঁজি করতে থাকে। তার মোবাইল ফোনে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। পরের স্টেশনে এসে বন্ধুরা নেমে খুঁজতে থাকে শাওনকে পরে বন্ধুদের চোঁখ পড়ে ট্রেনের দরজার পাশে বাইরের সাইডে। রক্ত দেখে সবাই ধারণা করে শাওন ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছে। বিষয়টি শাওনের পরিবারের নিকট জানানো হলে রাতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে তাকে জয়দেবপুর স্টেশন পার হয়ে ট্রেন লাইনের পাশে তার মরদেহ দেখতে পান। পরিবারের লোকজন উদ্ধার করে। রাতেই শাওনের দূর্ঘটনার খবর মিশনপল্লিতে পৌছালে বড়দিনের আনন্দ বেদনায় রূপ নেয় মহল্লাবাসির। শেষ খবর পাওয়া পর্যন্ত শাওনের লাশ নিজ বাড়ি কার্পাসডাঙ্গা মিশনপল্লিতে নিয়ে আসার জন্য রওনা হয়েছে পরিবারের লোকজন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More