জীবননগরের হাসাদাহে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাসাদাহ রেনের্সাস ক্লাব একাদশ বনাম জীবননগর খেলোয়ার কল্যাণ সমিতি একাদশ মুখোমুখি হয়। খেলায় হাসাদাহ রেনের্সাস ক্লাব ০-১ গোলে জীবননগর খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশ জয়ী হয়। খেলায় প্রথমে জীবননগর খেলোয়াড় সমিতি একাদশের খেলোয়াড় শামিমের বা পায়ের একটি শটে গোল হলে হাসাদাহ রেনের্সাস ক্লাবের খেলোয়াড়রা গোল শোধ করার লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে। খেলার সময়ের মধ্যে গোল না শোধ করতে না পারায়। খেলায় সময় শেষ হলে রেফারির বাশি বেজে যায়। খেলাই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করেন জীবননগর খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশের খেলোয়াড় শামিম। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ইশা। বিশেষ অতিথি ছিলেন হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়নের যুবলীগের সভাপতি জুম্মত আলী ম-ল, হাসাদাহ ইউনিয়ন আ.লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি শুকুর আলী ম-ল, হাসাদাহ ইউনিয়নের যুবলীগের সহসভাপতি মিন্টু মিয়া, যুগ্মসম্পাদক তরিকুর ইসলাম, সাংবাদিক আল-আমিন, মনিরুজ্জামান রিপন, বদরুজ্জামান শ্যামল, যুবলীগের নেতা রহিম, লালন ম-ল, লাল্টু মিয়া, আব্বাস আলী, মাসুম ম-ল, আলাউদ্দীন প্রমুখ। খেলায় জীবননগর খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশের অধিনাইকের দায়িত্ব ছিলেন সবুজ ও হাসাদাহ রেনের্সাস ক্লাবের অধিনাইক সুমন। খেলায় ধারাভ্যাকারে ছিলেন সাব্বির রহমান। খেলায় রেফারি ছিলেন ইসমাইল ও সহকারী ছিলেন হাবিবুর রহমান ও টুটুল।

 

Comments (0)
Add Comment