জুলাইয়ে ইংল্যান্ডে ফিরছে টেস্ট সিরিজ

মাথাভাঙ্গা মনিটর: করোনা ভাইরাসের সঙ্কট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ক্রিকেট ফেরার পরিকল্পনা করছে আইসিসি। এরই মধ্যে বেশি কয়েকটি দল অনুশীলনে ফিরেছে। এবার জুলাইতেই নিজ দেশে টেস্ট সিরিজ খেলার ঘোষণা দিলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষণা অনুযায়ী, আগামী জুলাইতেই তাদের দেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই সিরিজ আয়োজনে দেশটির সরকার ঘোষণা দিয়েছে প্রতিটি ম্যাচই হতে হবে দর্শক শূন্য। ইসিবির ঘোষণা অনুযায়ী, ৮ জুলাই হ্যাম্পশায়ারের রোজ বোল স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। চলবে ১২ জুলাই পর্যন্ত। দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। দ্বিতীয়টি শুরু হবে ১৬ জুলাই, শেষ হবে ২০ জুলাই। তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই এবং শেষ হবে ২৮ জুলাই। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার মূল সময় ছিলো জুনে। কিন্তু করোনা ভাইরাসের কারণে একমাস পিছিয়ে দিতে হলো। গত সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের প্রস্তাবে রাজি হয়ে যায়। সিরিজ খেলার জন্য ৯ জুন ইংল্যান্ড পৌঁছে যাবে ক্যারিবীয় ক্রিকেট দল। এরপর তারা ওল্ড ট্র্যাফোর্ডে টানা তিন সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকবে। এরপর সাউদাম্পটনে যাবে তারা অনুশীলনের জন্য।

 

Comments (0)
Add Comment