ফাইনালে মেহেরপুর ও রংপুর শিশু নিকেতন

 

স্টাফ রিপোর্টার: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় আর রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়। গতকাল শনিবার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ৪২ রানে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়কে ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৩ উইকেটে খুলনার গাজী মেমোরিয়াল স্কুলকে হারিয়েছে। সোমবার প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে সেমিফাইনালে টস জয়ী শিশু নিকেতন প্রথমে ব্যাটিংয়ে নামে। প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলটি ৪৩ রানে ৫ উইকেট হারায়। সৈকত রহমান শ্রাবণের ৬৯ বলে ১৮ ও ইয়াসিন আরাফাত সাকিবের ৫৮ বলে অপরাজিত ১৪ রানের কল্যাণে তিন অঙ্কের ঘরে পৌঁছায় শিশু নিকেতনের ইনিংস। ১০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইয়াসিন আরাফাত সাকিব ও সাইখ ইমতিয়াজ শিহাবের ঘূর্ণিতে ৫৮ রানে গুটিয়ে যায় সুনামগঞ্জের প্রতিষ্ঠানটির ইনিংস। দলের কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছুতে পারেননি। বাঁহাতি স্পিনার ইয়াসিন আরাফাত সাকিব ১০ ওভারে ১৯ রানে ৫ উইকেট নিয়েছেন। ডানহাতি লেগ স্পিনার ও অধিনায়ক সাইখ ইমতিয়াজ শিহাব ৯.৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন। অপরাজিত ১৪ রান ও ৫ উইকেট নেয়া শিশু নিকেতনের ইয়াসিন আরাফাত সাকিব ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। সিটি ক্লাব মাঠে অপর সেমিফাইনালে টসজয়ী মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিপক্ষ গাজী মেমোরিয়াল স্কুলকে ব্যাটিংয়ে পাঠায়। কাজী মুজাহিদুল ইসলাম রাফিন ৪১ ও অধিনায়ক এস এম আনোয়ার হোসেন ৩৯ রানের ইনিংসে ৪২.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৫৮ রান করে গাজী মেমোরিয়াল।

জবাবে শাহরিয়ার আজাদ পিয়াস (৪১), আলিফ হোসেন (২৮) ও আরাফাত আমান রাইয়ানের (২৮) কল্যাণে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

Comments (0)
Add Comment