এখনই শ্রীলঙ্কা সফরে সম্মত নন ক্রিকেটাররা

স্টাফ রিপোর্টার: ঘরের মাঠে জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এ নিয়ে তারা আলাপও চালিয়ে যাচ্ছে। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জেনেছে, বিসিবি সিনিয়র ক্রিকেটারদের মতামত জানতে যোগাযোগ করেছিলো। কিন্তু তারা এ পরিস্থিতিতে জুলাইয়ে সফর করতে আগ্রহী নন। বাংলাদেশ জাতীয় দলের এক সিনিয়র ক্রিকেটার বলেন, ‘এ পরিস্থিতিতে আমরা শ্রীলঙ্কায় কিভাবে যাবো? ওখানে গিয়ে ভাইরাসের সংস্পর্শে আসলে দেশে ফিরতে পারবো তো। কিংবা যদি আমাদের পরিবারের কেউ আক্রান্ত হন। আমরা কি সবকিছু চিন্তা থেকে দূরে রেখে ক্রিকেট খেলতে পারবো?’ বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান তাই মনে করছেন নির্ধারিত সূচিতে শ্রীলঙ্কা সফর হওয়ার সম্ভাবনা খুবই কম, ‘আমরা কিছু ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা সিরিজের ব্যাপারে আগ্রহ দেখাইনি। আমার মতে, নির্ধারিত সূচিতে তাই শ্রীলংকা সিরিজ হওয়া খুবই কঠিন।’ শ্রীলঙ্কা করোনার প্রাদুর্ভাব কাটিয়ে উঠেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা যেমন কম ছিলো। তেমনি এই ভাইরাসে মৃত্যুর সংখ্যাও কম। দেশটির ক্রিকেটাররা তাই অনুশীলনে ফিরেছেন। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটাররা স্বতন্ত্র অনুশীলনেও ফিরতে পারছেন না। আকরাম খান তাই যখনই সিরিজ হোক ক্রিকেটারদের পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করার দিকে জোর দিলেন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা অনুশীলনে ফিরেছে। আর আমরা এখনও দেশেই অনুশীলন শুরু করতে পারলাম না। তার চেয়ে বড় কথা আমরা এখনও জানি না, পরিস্থিতি কখন ভালো হবে। স্বতন্ত্র অনুশীলনের জন্য মাঠ প্রস্তুত হচ্ছে। তবে এখনও জানি না, কবে দলীয় অনুশীলন শুরু হবে। ক্রিকেটাররা অনেকদিন খেলার বাইরে। আমরা তাই পূর্ণ প্রস্তুতি না নিয়ে তিন টেস্টের সিরিজ খেলতে যাবো না। শ্রীলঙ্কা সফর নিয়ে এখনই তাই আশ্বস্ত করতে পারছি না।’

Comments (0)
Add Comment