করোনায় কাউন্টি না হলে ক্ষতি হবে ৮৫ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব স্থবির। বন্ধ হয়ে গেছে ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলাধুলা। চলতি মৌসুমে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট কাউন্টি ক্রিকেট না হলে ৮৫ মিলিয়ন ডলার ক্ষতি হবে। সোমবার কাউন্টি ক্রিকেটের ফিনানশিয়াল এক উপদেষ্টা জানিয়েছেন, করোনার কারণে যদি পুরো মৌসুমে খেলা না হয় তাহলে ২০২০ সালে আমরা ৮৫ মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হব। তিনি আরও জানান, করোনাভাইরাসের কারণে প্রথম শ্রেণির কাউন্টির পাশাপাশি ১০০ বলের টুর্নামেন্টও ক্ষতি গ্রস্থ হতে পারে। করোনা সংক্রমণ এড়াতে আগামী জুলাই পর্যন্ত ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলা বন্ধ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে ১৭ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ৮টি দলের অংশ গ্রহণে ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্ট হওয়ার কথা। যদি কোনো কারণে শত বলের টুর্নামেন্টও স্থগিত হয় তাহলে ইংল্যান্ডের আর ৪০ মিলিয়ান ডলার ক্ষতি হবে। তবে আগামীকাল বুধবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন এবং গ্রীষ্মের ক্রীড়া সূচি নিয়ে আলোচনা করবেন। সেই বৈঠকে চূড়ান্ত হবে করোনায় ইংল্যান্ডের ক্রিকেট ভবিষ্যত।

Comments (0)
Add Comment