কোটচাঁদপুরে আব্দুল লতিফ সরদার স্মৃতি ফুটবল টুনামেন্ট

ঝিনাইদহকে হারিয়ে যশোর আব্দুর রাজ্জাক জয়ী
কোটচাঁদপুর প্রতিনিধি: আব্দুল লতিফ সরদার স্মৃতি ফুটবল টুনামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কোটচাঁদপুর পাইলট বালক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় যশোরের আব্দুর রাজ্জাক একাডেমি ১-০ গোলে ঝিনাইদহের গীতাঞ্জলীকে হারিয়েছে। গত ৩০ অক্টোবর আব্দুল লতিফ সরদার স্মৃতি ফুটবল টুনামেন্টের খেলাটি মাঠে গলায়। এ খেলায় ৮টি দল অংশ গ্রহণ করছে। যার মধ্যে রয়েছে কালীগঞ্জ কুলার বাজার, জীবননগর, কোটচাঁদপুর, মহেশপুরের কাঞ্চনপুর নাপা, ছাতিয়ানতলা চুরামন কাঠি, কালিগঞ্জ সুগার মিল, বারবাজার ও ঝিনাইদহ। গত শুক্রবার ছিলো দ্বিতীয় সেমিফাইনাল খেলা। খেলায় মুখোমুখি লড়াই করে যশোরের আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমি ও ঝিনাইদহের গীতাঞ্জলী। খেলার ২০ মিনিটের দিকে যশোরের আব্দুর রাজ্জাকের খেলোয়াড় আলামিন গোল করেন। এরপর তুমুল লড়াই হয় দু’দলের মধ্যে। লড়াই চললেও খেলার প্রথমার্ধে আর কোনো গোল করতে পারে না কোনো পক্ষ। এর ফলে ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পন থেকে ঝিনাইদহের গীতাঞ্জলী গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু কোনো পক্ষ দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি। ফলে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আব্দুর রাজ্জাক একাডেমি ১-০ গোলে জয়লাভ করে। খেলাটি আয়োজন করেছে কোটচাঁদপুর শহরের মিনার ডেকোরেটর। খেলা পরিচালনা করেন ইসমাইল হোসেন, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন টুটুল আহম্মেদ ও জামাল হোসেন। খেলায় ধারাভাষ্য দিয়ে খেলাটি দর্শকদের কাছে প্রাণবন্দ করে তোলেন শিবুপদ দাস। আগামী ১ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় কোটচাঁদপুর ও যশোরের আব্দুর রাজ্জাক একাডেমির মধ্যে অনুষ্ঠিত হবে।

Comments (0)
Add Comment