চলতি সপ্তাহেই মাঠে ফিরছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: করোনা সঙ্কট কাটিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছে বিশ্বের নামি দামি ফুটবল ক্লাবগুলো। এরই মধ্যে ইউরোপের বেশির ভাগ দেশই মাঠে ফুটবল ফেরাতে তোড়জোড় শুরু করে দিয়েছে। আর অনুশীলনের অনুমতি পাওয়ায় চলতি সপ্তাহেই মাঠে ফিরতে যাচ্ছে মেসির বার্সেলোনা সহ অধিকাংশ স্প্যানিশ ক্লাব। জুনে লিগ শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে লা লিগা কর্তৃপক্ষ। এ বিষয়ে স্পেনের ক্রীড়া ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতিও পেয়েছে তারা। কিন্তু, স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সব দলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এসবের মাঝেই এ সপ্তাহে অনুশীলনে নামতে যাচ্ছে মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানরা। অনুশীলনে নামার আগে প্রত্যেক ফুটবলার ও কোচিং স্টাফের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। পাশাপাশি প্র্যাক্টিস গ্রাউন্ডে দূরত্ব বজায় রাখতেও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা রয়েছে।

Comments (0)
Add Comment