চুয়াডাঙ্গার বেলগাছি নবদিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেলগাছি নবদিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। বর্তমান সময়ে নানা অপসংস্কৃতিতে ঝুঁকছে যুবসমাজ। এর থেকে যুবসমাজকে বের করে মাঠে আনতে হবে। যুব সমাজকে যদি আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে সহজেই এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা যাবে। সালাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম জোয়ার্দ্দার, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-২ উজ্জ্বল হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি আব্দুল ওয়াহিদ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় থানা গাংনী একাদশ ১-০ গোলে আটকবর একাদশকে পরাজিত করে। আজ একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় রাসেল স্পোর্টিং ক্লাব বলেশ্বরপুরের মুখোমুখি হবে পাঁচকমলাপুর একাদশ।

Comments (0)
Add Comment