দর্শকদের আওয়াজ নিয়েই শুরু হচ্ছে লা লিগা

মাথাভাঙ্গা মনিটর: করোনা সঙ্কট কাটিয়ে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ক্লাব ফুটবলের অন্যতম আসর লা লিগা। আসরটি শুরু হলেও মাঠে থাকছে না কোন দর্শক। অর্থ্যাৎ করোনার কারণে একেবারে দর্শকশূন্য মাঠে চলবে আসরটি। তবে যারা খেলা দেখবেন তাদের বুঝার উপায় থাকবে না মাঠে দর্শক আছে কিনা। এই অভাব পূরণের জন্য আয়োাজকরা টেলিভিশনে খেলা সম্প্রচার করার সময় ভার্চুয়াল ইমেজ আর সঙ্গে ভক্তদের উল্লাস জুড়ে দেবেন। স্পেনে যারা টিভিতে এই খেলা দেখবেন, তাদের সাধারণ সম্প্রচার বা এনহ্যান্সড ডিজিটাল সম্প্রচার, এই দুটির যে কোন একটি বেছে নেয়ার সুযোগ থাকবে। আর আন্তর্জাতিক দর্শকরা ডিজিটাল সম্প্রচারই কেবল দেখতে পাবেন, যেখানে কৃত্রিমভাবে ছবি এবং ভক্তদের উল্লাস জুড়ে দিয়ে মাঠের আবহ তৈরির চেষ্টা থাকবে। লা লিগা কমিটি বলেছে, তারা এটা করছে যেন দর্শকরা তাদের আগের খেলা দেখার যে অভিজ্ঞতা, তার কাছাকাছি অভিজ্ঞতা পান।

Comments (0)
Add Comment