দলীয় অনুশীলনে ফিরছে লা লিগার ক্লাবগুলো

মাথাভাঙ্গা মনিটর: লা লিগার মাঠে ফেরার তারিখ চূড়ান্ত হওয়ার পর দলীয় অনুশীলন শুরুর অনুমতি মিলেছে। নানা ধাপ পেরিয়ে সোমবার থেকে পুরোদমে অনুশীলন করতে পারবে স্পেনের শীর্ষ দুই বিভাগের ক্লাবগুলো। লা লিগা কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। করোনা ভাইরাসের প্রাদর্ভাবে গত ১২ মার্চ থেকে স্থগিত আছে লা লিগা। এ মাসের শুরুতে একক পর্যায়ে অনুশীলনে ফেরে ক্লাবগুলো। দুই সপ্তাহ পর শুরু হয় ১০ জনের গ্রুপ অনুশীলন। গত সোমবার থেকে ১৪ জনের গ্রুপে অনুশীলন করছে তারা। স্পেনের শীর্ষ লিগ পুনরায় শুরু হবে আগামী ১১ জুন। ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। লিগের এখনও বাকি ১১ রাউন্ড। বাকি সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

Comments (0)
Add Comment