নতুন উদ্যোমে আবারো শুরু হলো চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম

স্টাফ রিপোর্টার: নতুন উদ্যোমে আবারো শুরু হলো চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম। গতকাল সোমবার সন্ধ্যায় সাঁতার কেটে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও সম্পাদক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান। সাঁতার কাটার পূর্বে জেলা নজরুল ইসলাম সরকার বলেন, চুয়াডাঙ্গার মানুষের জন্য এ প্রতিষ্ঠানটি আর্শিবাদ সরূপ। কারণ আগের মত মানুষের সাঁতার কাটা, গোসল করার জন্য আর খোলা জলায়শয়, পুকুর,হাওড়-বাওড় খুঁজে পাওয়া যায় না। যেখানে মানুষ সাঁতার বা খেলায় খুশিমতো গোসল করতে পারে। আবার যেগুলো আছে তা মাছ চাষিদের দখলে। প্রতিষ্ঠানের সম্পাদক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, সাঁতার শেখার কোনো বয়স নেই। শুধু পেশাগত দক্ষতার জন্যই নয় শারীরিকভাবে সুস্থ থাকতেও সাঁতার বা জলব্যায়ামের প্রয়োজন। এ সময়  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পতœী সৈয়দা তাহমিনা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ, শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ নাসির আহাদ  জোয়ার্দ্দার, প্রধান প্রশিক্ষক সাংবাদিক ইসলাম রকিব প্রমুখ।

Comments (0)
Add Comment