পাকিস্তানকে বড় লক্ষ্য দেয়ার পথে ইংল্যান্ড

 

মাথাভাঙ্গা মনিটর: অলিভার রবিনসনের লেংথ বলে সোজা ব্যাট চালালেন বাবর আজম। সুইং করে ভেতরে ঢোকা বলে পুরোপুরি পরাস্ত হলেন তিনি। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল ছোবল দিল স্টাম্পে। অধিনায়কের বিদায়ের পর যেন পথ হারিয়ে ফেললো পাকিস্তান। ব্যাটিং ধসে গুটিয়ে গেল স্রেফ এক সেশনে। পরে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটের পর হ্যারি ব্রুকের ফিফটিতে প্রতিপক্ষকে বড় লক্ষ্য দেওয়ার পথে এগোচ্ছে ইংল্যান্ড। মুলতান টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তানকে ২০২ রানে থামিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ইংল্যান্ড। ৫ উইকেটে ২০২ রান নিয়ে শনিবার দিন শেষ করেছে তারা। প্রথম ইনিংসের ৭৯ রানের লিড মিলিয়ে সফরকারীরা এগিয়ে ২৮১ রানে। প্রথম ইনিংসের পর আবারও পঞ্চাশ করলেন ডাকেট। ৬ চারে খেললেন ৭৯ রানের ইনিংস। ১ ছক্কা ও ৮ চারে ব্রুক অপরাজিত ৭৪ রান নিয়ে। ২ উইকেটে ১০৭ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান সকালের সেশনেই অলআউট হয়ে যায়। ৬০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দিনের শুরুতেই ফিফটি পূর্ণ করেন ৩২ রান নিয়ে খেলতে নামা সৌদ শাকিল। বাবরের সঙ্গে তার জমে যাওয়া জুটি ম্যাচে প্রথম ওভার করতে এসেই ভেঙে দেন রবিনসন। দিনের ষষ্ঠ ওভারে ১ ছক্কা ও ১০ চারে ৭৫ রান করা বাবর হন বোল্ড। ভাঙে ৯১ রানের জুটি। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন শাকিল। বেশ কয়েকটি ওভার কাটিয়েও দেন তারা। ক্যারিয়ারের শততম টেস্ট উইকেট নিয়ে জ্যাক লিচ ভাঙেন তাদের প্রতিরোধ। বাজে শট খেলে মিড-অনে ক্যাচ দিয়ে ফেরেন ১০ চারে ৬৩ রান করা শাকিল। এরপর ৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। অনেকটা সময় উইকেটে কাটানো মোহাম্মদ রিজওয়ানের স্টাম্প এলোমেলো করে দেন লিচ। বাঁহাতি এই স্পিনার পরে ফেরান মোহাম্মদ নাওয়াজকেও। জো রুট এক ওভারে ধরেন আঘা সালমান ও মোহাম্মদ আলির শিকার।

মার্ক উড থামান জাহিদ মাহমুদকে। পাকিস্তানের রান ২০০ পার হয় ফাহিম আশরাফের ৪ চারে ২২ রানের ইনিংসে। তাকে ফিরিয়ে প্রতিপক্ষের ইনিংসে গুটিয়ে দেন উড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লিচ।

 

Comments (0)
Add Comment