‘বিশ্বকাপ আয়োজনে সব বিকল্প খোঁজা হচ্ছে’

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের এই সংকট মুহূর্তেও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে, বলেছেন আইসিসির একজন মুখপাত্র। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওই মুখপাত্র বলেছেন, আমরা আইসিসি ইভেন্ট যেমন হওয়ার কথা তেমনিভাবে করার পরিকল্পনা করছি। বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই বুদ্ধিমান ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে আমরা জরুরি পরিকল্পনা গ্রহণ করছি। তিনি আরও বলেন, এই মহামারীর মধ্যে বিশ্বকাপ আয়োজন কিভাবে করা যায় তার সব বিকল্প খোঁজ করা হচ্ছে। আমরা আয়োজক দেশ তথা অস্ট্রেলিয়া সরকারসহ বিশেষজ্ঞ এবং কর্তৃপক্ষের পরামর্শ নেয়া অব্যাহত রাখছি, উপযুক্ত সময়ে সিদ্ধান্ত জানানো হবে। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে করোনাভাইরাসের এই সংকট দ্রুত সমাধান না হলে বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন বিশ্বকাপ পিছিয়ে আগামী বছর চলে যেতে পারে।

Comments (0)
Add Comment