জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার দুটি বিওপির বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। পৃথক এ অভিযানকালে ৩ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল সোমবার বিজিবি এ অভিযান পরিচালনা করে।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তেতুলের মাল্টা বাগানের পশ্চিম পাশের্^ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১ কেজি ৩শ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। একই বিওপির সদস্যরা নায়েব সুবেদার হামিদুল ইসলামের নেতৃত্বে নতুনপাড়ার তালেবের বেগুন ক্ষেতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং রাজাপুর বিওপির হাবিলদার আসাদুজ্জাামনের নেতৃত্বে বিজিবি সদস্যরা শিংনগর গ্রামের মধ্যে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে এ অভিযান সংশ্লিষ্ট কোন মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি বলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান খান নিশ্চিত করেছেন।