উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

দামুড়হুদায় সুধীজনদের সাথে মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান মনজু

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার নবাগত নির্বাহী অফিসারের সাথে সুশীল সমাজের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেগা প্রকল্প থেকে শুরু করে দেশে উন্নয়ন অনেক হয়েছে। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রমজান মাস আগত। রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। যা খুশি তাই করে। বিষয়টি কড়া নজরদারি করতে হবে। সরকারি সেবা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণাকে মনে প্রাণে ধারণ করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।

দামুড়হুদা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক রেজাউল করিম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আব্দুল কাদির, বিটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজন রাশেদ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, দর্শনা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ফয়সাল, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন, যুবলীগ নেতা এসএম মহসিন, হযরত আলী, হায়দার আলী, হাফিজুর রহমান, হাবিবুর রহমান হাবীব, হাতেম আলী, শাহীন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন-অর রশীদ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More