স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার পৃথক সময় সদর উপজেলার ভিন্ন দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮শ ৩০ গ্রাম গাঁজা। তাদের ভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ্জামান।
সাজাপ্রাপ্ত তিনজন হলেন, দর্শনা থানাধীন রামনগর মাঝেরপাড়ার মিঠু মণ্ডলের ছেলে সাগর হাসান (২৬), সদর উপজেলার উক্ত গ্রামের মৃত হোসেন আলীর ছেলে নসকার আলী ভাণ্ডারী (৭২) ও চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জের হযরত মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি টিম গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার উক্ত গ্রামে অভিযান চালান। এ সময় সাগর হাসানকে ১২ গ্রাম ও নসকার আলী ভাণ্ডারীকে ১৮ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ৩ মাস করে কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দুপুর ১২ টার দিকে একই টিম অভিযান চালায় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে। এ সময় নিজ বাড়ি থেকে আটক করা হয় রফিকুল ইসলামকে। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৮শ ১০ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ্জামান।