ভারতে বাংলাদেশি নাবিকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: ভারতের মুম্বাই বন্দরের জলসীমায় নোঙর করা অবস্থায় বাংলাদেশি একটি জাহাজে কর্মরত এক নাবিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জাহাজে অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানকার একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আবু রাশেদ (২২)। তার বাড়ি যশোরের মনিরামপুরে। গত মার্চে বাংলাদেশের পতাকাবাহী এমভি জাহাজ মণিতে ডেক ক্যাডেট হিসেবে যোগদান করেন তিনি। বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির ৪০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু রাশেদ।

নিহত আবু রাশেদের বড় ভাই রাসেল পারভেজ বলেন, ‘সর্বশেষ গত শুক্রবার তার সঙ্গে কথা হয়েছে। এক মাস ধরে কিছুটা অসুস্থতার কথা জানিয়েছিলো সে। অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করে সে জাহাজে কাজ করছিল। কী কারণে হঠাৎ করে তার মৃত্যু হলো, তা এখনো নিশ্চিত হতে পারিনি।’

এমভি জাহাজ মণি এসআর শিপিং লিমিটেডের। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যায় গত ৩১ মে তাকে মুম্বাইয়ের জে জে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More