অবৈধভাবে খাবার উৎপাদন ও পণ্যে মোড়ক ব্যবহার না করায় জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মেসার্স সেরা ফুড কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার বিকেলে ওই ফুড কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে খাবার উৎপাদন ও পণ্যে মোড়ক ব্যবহার না করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অবৈধভাবে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করে আসছিলো মেসার্স সেরা ফুড। তাদের উৎপাদিত পণ্য স্বাস্থ্যসম্মত নয়। তাদের উৎপাদিত পণ্যে মোড়ক নেই বা মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না। সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে খাবার উৎপাদন ও পণ্যে মোড়ক ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানের মালিক ফিরোজ হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর থানার সহকারী উপ-পরিদর্শক ইলিয়াস হোসেনসহ পুলিশের একটি টিম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More