চুয়াডাঙ্গার গড়াইটুপি গ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি গ্রামের তেতুলতলায় এক প্রতিবন্ধী যুবক আত্মহত্যা করেছে। নিহত সুজন আলী গ্রামের জিন্নাত আলীর ছেলে। গত পরশু শুক্রবার দিনগত রাতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। গতকাল শনিবার ভোরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামের তেতুলতলা পাড়ার জিন্নাত আলীর ছেলে সুজন আলী (২৫) বছর খানেক আগে জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে বিয়ে করে। বিয়ের কয়েকমাস পর শাশুড়ির সাথে পারিবারিক কলহ এবং স্বামী-স্ত্রীর মধ্য মনোমালিন্য দেখা দেয়। পরে তার স্ত্রী পিতার বাড়িতে চলে যায়। এই ঘটনার পর সুজন আলী (২৫) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কেউ কেউ জানান, মা রূপা খাতুন পূত্রবধূকে তালাক দিতে ছেলেকে নানা ধরনের চাপ দেন। গত পরশু শুক্রবার দিনগত রাতে বাড়ির নিকটবর্তী একটি নিম গাছের সাথে গলায় রশি দিয়ে সুজন আলী আত্মহত্যা করে। গতকালই আইনি প্রক্রিয়া শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়। এ বিষয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিলা। সে গত ৭-৮ মাস আগে একবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। যে কারণে তার বউ তাকে ছেড়ে চলে যায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More