চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে মাসব্যাপী মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

ডিঙ্গেদহ প্রতিনিধি: ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ স্লোগান সামনে রেখে মাসব্যাপী মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। গতকাল সোমবার বেলা ১টায় শঙ্করচন্দ্র ইউপি চত্বরে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এ ক্যাম্পেইনেরর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকারি সকল সেবা সহজে ও কম খরচে পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১১ নভেম্বর দেশের সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। যা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মাইলফলক হিসেবে স্বীকৃত হয়েছে।  গ্রামের মানুষ যে  কোনো কাজের জন্য সময় নষ্ট করে, পকেটের টাকা খরচ করে শহরে যেতো। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ  গড়ার কারণে সে সকল সেবা গ্রামের বাড়িতে বসে অথবা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে এসে তাদের কাজ করতে পারছে। এতে সময় এবং টাকা উভয়ই সাশ্রয় হচ্ছে। এরপর তিনি বাল্যবিয়েকে না বলার জন্য শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্যবিয়ে, দুর্নীতি ও মাদককে শূন্যের কোঠায় আনার ঘোষণা দিয়েছেন। কোথাও বাল্যবিয়ে সংগঠিত হলে আপানারা নিজেরা প্রতিরোধ করবেন। না পারলে সংবাদ দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন। শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শঙ্করচন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার এ ক্যাম্পেইনের আয়োজন করেন। শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শঙ্করচন্দ্র ইউপি সচিব ফয়জুর রহমান ও ইউনিয়ন উদ্যোক্তা হেলাল উদ্দিন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More