দামুড়হুদায় চলমান লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকায় প্রশাসন : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা অব্যাহত

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলাজূড়ে চলমান লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। গতকাল লকডাউনের ৩য়দিনে দামুড়হুদা উপজেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১৩টি মামলায় ১৫হাজার ৮শ টাকার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ। তবে সারাদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও ছোটখাটো যানবাহন, মোটরসাইকেল চালকদের উপস্থিতি সড়কে চোখে পড়ে। বৃষ্টির মাঝেও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সে সকল যানবাহনকে গতিরোধ করে আইনের আওতায় নিয়ে আসেন এবং লকডাউনের নির্দেশনা মানাতে সচেতন করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ছিলো দামুড়হুদা উপজেলায় লকডাউনের ৩য় দিন। আর এদিনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ পৃথক ভ্রাময়মাণ আদালত পরিচালনা করেন। এ সময় পৃথক আইনে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ৭টি মামলায় ১১হাজার ৮’শ টাকা জরিমানা করেন।
এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন দ-বিধি আইনে ৬টি মামলায় ৪হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, জেলা প্রশাসকের কার্যালয়ের বেঞ্চ সহকারী কামরুজামান, দামুড়হুদা মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More