প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন জীবননগরে ৮ নারী স্বাস্থ্যকর্মীর 

জীবননগর ব্যুরো/ আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৮ নারী স্বাস্থ্যকর্মী ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন। গত শনিবার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নুরজাহান খাতুন স্বাক্ষরিত এ আবেদনপত্র সংসদ সদস্যের পক্ষে জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম টোটন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
আবেদনপত্র সূত্রে জানা গেছে, আমরা স্বাস্থ্য সহকারীগণ আপনার ভ্যাকসিন হিরো পরিবারের সদস্য ও ভ্যাকসিন সেনা। আমাদের নিয়োগ দেয়া হয়েছে স্বাস্থ্য বার্তা প্রচারক হিসেবে। কাজ করি টেকনিক্যাল। আমরা প্রায় ১৫ হাজার স্বাস্থ্য সহকারী নবজাতক শিশু, গর্ভবতী মা ও কিশোরীদের বাড়ি বাড়ি গিয়ে সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রে নবজাতক শিশুদের বিসিজি টিকাসহ ১০টি মারাত্মক রোগের নিয়মিত টিকা দিয়ে আসছি। আজ টিকাদান কর্মসূচির মাধ্যমে আপনাকে ভ্যকসিন হিরো পুরস্কারসহ ৭টি আর্ন্তজাতিক পুরস্কার আমরা এনে দিতে সক্ষম হয়েছি। বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ টিকাদানকারী দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা এ দেশকে পোলিও মুক্ত করেছি, শিশু মৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছি। এই মহামারী করোনা ভাইরাসে জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা আপনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে ৭৫ লাখ করোনা টিকা দিয়েছি। প্রধানমন্ত্রী আপনি ১৯৯৮ সালে ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীগণ টেকনিক্যাল পদমর্যাদাসহ ৫ দফা দাবী বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। আজ ২৩ বছর পার হয়ে গেলেও আপনার দেয়া সেই ঘোষণা আজও বাস্তবায়ন হয়নি। ইতোপূর্বে দাবী দাওয়া আদায়ের আন্দোলনের ডাক দেয়া হলে কৃর্তৃপক্ষ ন্যায় সঙ্গত দাবী অবিলম্বে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়ে কাজে যোগদান করার পরামর্শ দেন। প্রায় ৭ বছর যাবত স্বাস্থ্য সহকারী শূন্য পদে কোনো নিয়োগ নেই। সারা বাংলাদেশে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে দুজন স্বাস্থ্য সহকারী থাকার কথা থাকলেও মাত্র একজন স্বাস্থ্য সহকারী ২-৩টি ওয়ার্ডে বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে। আমরা ৮জন নারী স্বাস্থ্য সহকারী আমাদের প্রাণের দাবী নিয়ে আপনার সাথে সাক্ষাত করতে চাই। স্বাস্থ্য সহকারীগণ হলেন, নুরজাহান খাতুন (চুয়াডাঙ্গা), রুনা লাইলা (পাবনা), পিয়ারা খাতুন (সুনামগঞ্জ), বেবী চৌধুরী (মৌলভীবাজার), নাহিদা আক্তার (ঢাকা), তানজি মনোয়ারা (কুষ্টিয়া), আঞ্জুমন আরা বেগম (সুনামগঞ্জ), ফরিদা ইয়াসমিন (কক্সবাজার)।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More