মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণকালে ভারতীয় হাইকমিশনার

অচিরেই চালু হবে ভারত-বাংলাদেশের স্বাধীনতা সড়ক
মুজিবনগর প্রতিনিধি: অচিরেই চালু হবে ভারত-বাংলাদেশ সংযোগ সড়ক ‘স্বাধীনতা সড়ক’। আমরা বাংলাদেশের সার্বিক বিষয়গুলো পরিদর্শন করে দেখেছি। ভারতের বাকি কাজগুলো দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। গতকাল মঙ্গলবার (০৫ অক্টোবর) বিকেলে মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী অঞ্চল) সঞ্জীব কুমার ভাট্টি। এর আগে সঞ্জীব কুমার ভাট্টি মুজিবনগরে পৌঁছুলে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার তাকে স্বাগত জানান। এরপর তিনি মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ (এক) মিনিট নিরবতা পালন করেন সঞ্জীব কুমার ভাট্টি। পরে তিনি মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বাংলাদেশের মানচিত্র, মুক্তিযুদ্ধ যাদুঘর ও সোনাপুর গ্রামের পাশ দিয়ে যাওয়া নবনির্মিত স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম, মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ডা. জেপি আগরওয়ালা প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More