সকলের সহযোগিতায় মানব সেবার কার্যক্রম চলমান রাখতে চাই

চুয়াডাঙ্গায় ইউনিয়ন ভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে রাজ্জাক খান

স্টাফ রিপোর্টার: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,’ সেবা নিন সুস্থ থাকুন’ এই সেøাগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় এম এ রাজ্জাক খান রাজের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়ন থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য, মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসি আইয়ের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক খান রাজ। ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, করোনা মহামারীর সময় আমি আমার নিজ বাড়ি খান মহলকে চুয়াডাঙ্গার মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রে পরিণত করি। সেটি এখনো চলমান আছে, মানুষের দ্বারপ্রান্তে ফ্রি চিকিৎসা সেবা পৌঁছিয়ে দেয়ার জন্যই ইউনিয়ন ভিত্তিক ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছি। অনেক গরিব অসহায় মানুষ আছে যারা ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে পারেনা। আবার অনেকে বয়স হয়ে যাওয়ার কারণে গ্রাম থেকে শহরে যেয়ে  ডক্টর দেখাতে পারেনা। তাদের জন্যই আমার এই উদ্যোগ। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাবাসীর জন্য ইউনিয়ন ভিত্তিক এই ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করতে পেরে আমি আনন্দিত। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে মানব সেবার সকল কার্যক্রম আমি চলমান রাখতে চাই। শুধু চুয়াডাঙ্গা জেলায় নয় বাংলাদেশের প্রতিটি জেলায় গরিব ও অসহায় মানুষের জন্য আমি কাজ করি, আর চুয়াডাঙ্গা জেলায় আমার জন্ম। তাই চুয়াডাঙ্গার মানুষের প্রতি আমার সব সময়ই ভালোবাসা ও দুর্বলতা একটু বেশিই থাকে। আমি সব সময় আমার প্রিয় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা বাসীর পাশে থেকে কাজ করতে চাই। আমি মনে করি ইনশাআল্লাহ সকলের দোয়া ও সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা হবে বাংলাদেশের রোল মডেল। এছাড়া চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহ বাজারের নবনির্মিত মসজিদে নগদ অর্থ, আলমডাঙ্গা উপজেলার থানা মসজিদ, স্টেশন মসজিদসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ধর্মীয় প্রতিষ্ঠানে আব্দুর রাজ্জাক খান রাজ আর্থিক অনুদান দিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More