গাংনী উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ সম্মেলন

 

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ঠিকাদার দেলোয়ার হোসেন মিঠু। গতকাল রোববার বিকেলে তার নিজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রকৌশলী ফয়সাল হোসেনের বিরুদ্ধে হয়রানী ও উৎকোচ নেয়ার অভিযোগ করা হয়েছে। এদিকে সহকারী প্রকৌশলী শহিদুল ইসলামকে মিঠু লাঞ্ছিত করেছেন বলে থানায় অভিযোগ করেছেন। লিখিত বক্তব্যে ঠিকাদার দেলোয়ার হোসেন জানান, তিনি মটমুড়া ইউনিয়ন ভূমি অফিসের একটি কাজ পান। প্রকৌশলী অফিসের নির্দেশ মতে গেলো বছর ১০ অক্টোবর কাজটি শুরু করেন। ফয়সাল হোসেন যোগদান করার পর থেকে এসও আলাউদ্দীন ও সার্ভেয়ার আকতার হোসেন বিভিন্ন সময়ে নানা কৌশলে টাকা হাতিয়ে নেন। প্রতিটি বিল বাবদ প্রকৌশলীকে ৩%, আলাউদ্দীনকে ২% ও সার্ভেয়ারকে ১% ঘুষ দিতে হয়। এরপরও নানা অজুহাতে তিনবার নির্মাণ কাজ ভেঙে ফেলতে হয়। পরে হারুন নামের একজন কনসালটেন্ট এসে বিভিন্ন ত্রুটি দেখিয়ে তা ঠিক করে নেন এবং প্রকৌশলী ফয়সাল হোসেন কনসালটেন্ট হারুনের নামে ২০ হাজার টাকা ঘুষ হিসেবে গ্রহণ করেন। প্রকৌশলী ফয়সাল আহমেদ কাজ পরিদর্শন করেন ও বৈদ্যুতিক লাইনের কাজ সঠিকভাবে করিয়ে নেন। দেলোয়ার হোসেন আরো জানান, আজ (গতকাল) রোববার বেলা ১১টার দিকে প্রকৌশলী ও শহিদুল ইসলাম নামের একজনকে নিয়ে কাজ পরিদর্শনে যান। সে সময় ভবনের গ্লাস লাগানো ও কলাপসবল গেটের পাশে টাইল্স ভেঙে একটি অ্যাঙ্গেল ঠিক করতে বলেন। কিন্তু কাজ শেষ হবার পর টাইল্স ভাঙার বিষয়টি বিবেচনা করতে বললে প্রকৌশলী তার সাথে থাকা শহীদুল ইসলাম নামের ওই ব্যক্তির মাধ্যমে ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। অন্যথায় কাজটি হস্তান্তর ও বিল পেতে দেরী হবে বলেও জানানো হয়। বিষয়টির প্রতিবাদ করায় প্রকৌশলী ফয়সাল হোসেন নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এমনকি মামলাসহ নানা ধরনের হয়রানীর হুমকি প্রদান করেন। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এদিকে কাজের সাইডে গিয়ে মিঠুর হাতে লাঞ্ছিত হয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ করেছেন সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More