দামুড়হুদার কার্পাসডাঙ্গায় রেললাইন স্থাপন সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও আলোচনাসভায় বক্তারা

বুকের রক্তে মাটি ভিজে গেলেও আমরা তিনফসলি জমি ছাড়বো না
ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থেকে মেহেরপুর পর্যন্ত প্রস্তাবিত রেললাইন স্থাপনের জন্য তিনফসলি জমি নির্বাচনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় আলোচনাসভায় বক্তব্যও রাখেন নেতৃবৃন্দ। দামুড়হুদা উপজেলার কৃষিনির্ভর কোমরপুর ও বাঘাডাঙ্গা গ্রামের ‘রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটি’ এ মানববন্ধনের আয়োজন করে। গত শুক্রবার বিকেলে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দর্শনা হতে মেহেরপুর পর্যন্ত রেললাইন স্থাপন করা হলে কার্পাসডাঙ্গা এলাকায় দুর্ভিক্ষ দেখা দেবে। এখানকার তিনফসলি হাজার হাজার হেক্টর জমি হুমকির ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড (কোমরপুর-বাঘাডাঙ্গা) রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মওলা বকসের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশের। কৃষি প্রধান বাংলাদেশে কৃষকের ভূমিকা দেশকে এগিয়ে নিয়েছে। বর্তমান সরকারের কৃষিবান্ধব মনোভাবের কারণে দেশে ঘটেছে কৃষি বিপ্লব। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে, নানান প্রতিকুলতা মোকাবেলা করে দেশের মানুষের অন্ন জোগায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষক সমাজ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কৃষকদের পরিশ্রমের ফসল দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে মানুষ বাড়ছে কিন্তু জমি বাড়ছে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হাজার হাজার হেক্টর জমি নষ্ট করে সরকার রেল লাইন স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে তা কৃষকের বুকে কুঠার আঘাতের শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের অন্ন সংস্থানের একমাত্র সম্বল আমাদের জমি নষ্ট করে রেললাইন স্থাপন করতে দেবো না। আমাদের বুকের রক্তে মাটি ভিজে গেলেও আমরা তিনফসলি জমি ছাড়বো না। মানবতার ফেরিওয়ালা প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন তিনফসলি জমি নষ্ট করে আমাদের মুখের আহার কেড়ে নেবেন না। রেললাইন স্থাপনের সিদ্ধান্ত পরিবর্তন করে এলাকার পা-ফাটা মানুষকে বাঁচতে দিন।’ এ সময় বক্তব্য রাখেন জাহিদুর রহমান মুকুল, রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটির যুগ্মআহ্বায়ক ইউপি মেম্বার মনিরুজ্জামান মন্টু, ডা. ইবাদত আলী, আবুল কাশেম, আশরাফ আলী, রবজেল আলী, হযরত আলী, মহাসিন আলী, নোয়াজ্জেশ আলী, মোস্তাফিজ কচি, সহিদুল ইসলাম, কলিমউদ্দিন, মিজান মোশাররফ তরফদার, আশরাফ আলী, আলাউদ্দিন, আক্তাদির লালু, তমিজ উদ্দিন, রবিউল ইসলাম, আশাদুল হক, বখতিয়ার বকুল, মেহেদি মিলন, আবু জাফর, আক্তার, মতিয়ার খবির আলী, সানাউল কবির শিরিন, সালেকিন তরফদার, শেখ শাহীন প্রমুখ। প্রসঙ্গত, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে কার্পাসডাঙ্গা বাজারের কোলঘেঁষে মুজিবনগর মেহেরপুর পর্যন্ত ৩০ কিলোমিটার নতুন রেললাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি কার্পাসডাঙ্গার পার্শ্ববর্তী কোমরপর ও বাঘাডাঙ্গা এলাকা মাপজোক করা হয় রেললাইন স্থাপনের জন্য। এরপরই ফুঁসে ওঠে এলাকার সাধারণ মানুষ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More