মেহেরপুরের চাঁদবিল গ্রামে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

 

মেহেরপুর অফিস: ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবনব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের গোরস্থান পাড়ার একই পরিবারের ৫ জন সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত সোমবার মেহেরপুরে নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে শপথ ও প্রতিজ্ঞা করে সেচ্ছায় (ধর্ম বিষয়ক) এফিডেভিট করে একই পরিবারের ৫ জন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই পরিবারের ভাড়া বাসাতে যোগাযোগ করা হয়। এফিডেভিট সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গোরস্থান পাড়ার শ্রী বদু দাশ (৩৭) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গত সোমবার স্বপরিবারে নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে নাম পরিবর্তন করে মো. আব্দুল্লাহ এবং স্ত্রী শ্রীমতি আলোমতি (৩৪) স্থলে সুমাইয়া আক্তার, বড় মেয়ে রজনী (১৪) স্থলে আসমা খাতুন, মেজো মেয়ে সৃষ্টি (৫) স্থলে উম্মে কুলছুম এবং ছোট মেয়ে বৃষ্টি (২) স্থলে আয়েশা খাতুন নাম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মো. আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ শেষে জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। বিয়ের পর সংসার জীবনের এক পর্যায়ে স্ত্রীর কাছে বিষয়টি প্রকাশ করলে সে বিষয়টি নিয়ে ভাবতে থাকে এবং পরে সে অনুপ্রাণিত হয়। দীর্ঘ সময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) প্রতি বিশ্বাস রেখে স্বপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। বর্তমানে তিনি পরিবার নিয়ে ভাড়াবাড়িতে বসবাস করছেন। শুক্রবার সকালে চাঁদবিল দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও. সুমন আহমেদ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তার পরিবারের প্রতি মহান সৃষ্ঠিকর্তা আল্লাহর নিকট দোয়া ও মোনাজাত করেন। আমঝুপি ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. মনজুরা খাতুন পলি জানান, আব্দুল্লাহ আমার ওয়ার্ডের বাসিন্দা। তিনি তার পরিবার নিয়ে ভাড়াবাড়িতে বসবাস করেন এবং রাজমিস্ত্রির কাজ করে জীবীকা নির্বাহ করেন। কয়েক দিন আগে তিনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে জানালে তাকে আইনী পরামর্শ দিয়েছি। এখন তিনি আমার মুসলিম ভাই তার পরিবারের প্রতি ও ৩ মেয়ের লেখাপড়াসহ স্থানীয়ভাবে সকলের সহায়তায় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান। মেহেরপুর জর্জ আদালতের আইনজীবী মো. মাজেদুজ্জামান ডাবলু বলেন, গত ৩১ জুলাই ২০২৩ তারিখে একই পরিবারের ৫জন সনাতন (হিন্দু) ধর্ম থেকে ইসলাম ধর্মে রুপান্তর হওয়ার জন্য আমার কাছে আসলে আমি তাদের দেখে ছবির সাথে মিল দেখে এবং তাদের জিজ্ঞাসাবাদ শেষে তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তন করেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More