মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচন সম্পন্ন

আওয়ামী লীগ নেতা আবুল হাশেম বেসরকারিভাবে নির্বাচিত

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ নেতা আবুল হাশেম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু আনছার ভোটের ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে আবুল হাসেন (চশমা) ১৫ হাজার ৩০৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী নিশান সাবের (মাইক) ৪ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন। নির্বাচনের অপর ২ প্রার্থী শামিম উদ্দিন (টিউব ওয়েল) ৩ হাজার ৬৩০ ভোট ও আলফাজ হোসেন (তালা) ৯৭৭ ভোট পেয়েছেন। এর আগে ১৫ জুন সদর উপজেলার নবসৃষ্ট বারাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম। ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম পদত্যাগ করায় মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।

শূন্য আসনে সকাল ৮টা থেকে সদর উপজেলার ৮৮টি কেন্দ্রে ভোটদান পর্ব শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। সদর উপজেলার মোট ২ লাখ ৯ হাজার ৯৮৩ জন ভোটারের মধ্যে মাত্র ২৪ হাজার ৪৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মেহেরপুর সদর উপজেলায় ভোট প্রদানের শতকরা হার ১১ দশমিক ৬৫ ভাগ। এদিকে আবুল হাশেম নির্বাচিত হওয়ার পরপরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিকে মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ নেতা আবুল হাশেম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার রাতে আবুল হাশেমকে বিজয়ী ঘোষণার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে গিয়ে প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলের তোড়া উপহার দেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার রাফিউল আলম মেহেরপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এদিন সকালের দিকে জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার মো. রাফিউল আলম মেহেরপুর পৌরসভার কয়েকটি উপ-নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More