খেলাধুলা লুকায়িত প্রতিভার বিকাশ ঘটায় : গড়ে তোলে সাহসী করে

দামুড়হুদার মদনায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে এমপি টগর

দর্শনা অফিস: দামুড়হুদার মদনায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামবাসীর আয়োজনে হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যত। সোনার বাংলাদেশ গড়তে হলে আজকের প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হবে। বিভিন্ন প্রকার প্রতিযোগিতার মধ্যদিয়ে তাদের মধ্যে সৃষ্টি করতে হবে সাহস ও সহনশীলতা। খেলাধুলা একদিকে যেমন শারিরীক কসরতের মধ্য দিয়ে সুস্থতা বজায় রাখে, অন্যদিকে নতুন নতুন বিষয়ের প্রতি অগ্রহী করে তোলে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ নানা রকমের শিক্ষামুখী প্রতিযোগিতায় যাতে অংশ নিতে পারে বেশী বেশী করে তার ব্যবস্থা করতে হবে। তাহলেই দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা মেধার বিকাশ ঘটবে। সেক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আজকের প্রজন্ম এ ধরনের প্রতিযোগিতার মধ্যদিয়ে স্থান করে নেবে জাতীয় পর্যায়ে। দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে বাংলাদেশের নাম। স্থানীয় পর্যায়ে বেশী-বেশী করে খেলাধুলাসহ নানা রকমের প্রতিযোগিতার মধ্যদিয়ে প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। তাই প্রতিভা বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসিহীম।
ইউপি চেয়ারম্যান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এসএএম জাকারিয়া আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক-সম্পাদক নুর হাকীম, আ.লীগ নেতা বরকত আলী, মুন্তাজ হোসেন, ফুটবলার গিয়াস উদ্দিন পিনা, সাইফুল ইসলাম মাস্টার, সাইদুর রহমান সাঈদ, সোলায়মান কবির, ফয়সাল। উদ্বোধনী ম্যাচে অংশ নিয়ে ঝিনাইদহকে ৩-১ গোলে হারিয়ে খুলনা একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম, রিয়ান ও লিটা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More