চুয়াডাঙ্গায় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

ভালো খেলা খেলতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর খেলায় ঝিনাইদহ জেলা দল ১-০ গোলে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা দলকে হারিয়ে জয়লাভ করেছে। গতকাল বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিছুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। প্রধান অতিথি এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ভালো খেলা খেলতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। নিজেকে যত ভালো খেলোয়াড় মনে করো না কেন, যতোই স্টেজে মারার চেষ্টা করো না কেন, নিয়মিত অনুশীলন না করলে ভালো ফলাফল আসবে না। তাই নিয়মিত অনুশীলনীর বিকল্প নেই।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও চুয়াডাঙ্গা ডিএফএর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত চুয়াডাঙ্গা ভেন্যুর খেলার দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে ঝিনাইদহ জেলা দলের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল জয়সূচক একমাত্র গোলটি করেন। তবে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা দল একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেনি। এদিকে অনেক দিন পর ফুটবল খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। স্টেডিয়ামের ৩টি গ্যালারি দর্শকে ভরে ওঠে। খেলার মাঠে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ডিএফএর সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহ-সভাপতি রেজাউল হক জোর্য়াদ্দার রেজা, ইমরান হুসাইন, সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, নাজমুল হক শান্তি, শহীদ হোসেন গুরখা, ওবায়দুল হক জোর্য়াদ্দার, শরিফুল ইসলাম, শহীদুল কদর জোর্য়াদ্দার, কাজী আদুন, মিলন বিশ্বাস, মুরাদ ফেরদৌস, হ্যাজি, বিপ্পা, আসাবুল, জেলা ফুটবল দল থেকে সদ্য অবসরে যাওয়া ফুটবলার সোহেল রানাসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ। চুয়াডাঙ্গা জেলা দলের কোচ ছিলেন সাবেক ফুটবলার সাইদুর রহমান ও ম্যানেজার ছিলেন নাসির আহাদ জোর্য়াদ্দার। গতকালের ম্যাচটি পরিচালনা করেন বাফুফের তালিকাভুক্ত রেফারি মোস্তফা কামাল, মেহেদী হাসান, মিনার বিশ্বাস, লাবু জোর্য়াদ্দার ও ম্যাচ কমিশনার ছিলেন রিপেন রায়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More