সরকারি বাজেটের পাশাপাশি স্থানীয় ক্রীড়ামোদীদেরকে সাথে থাকার আহ্বান

চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রস্তুতিরসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের উপস্থাপনায় প্রস্তুতিসভায় স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। প্রস্তুতিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ সুষ্ঠু সুন্দরভাবে উদ্বোধন ও সফল সমাপনীর জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসক মহোদয়ের হাস্যেজ্জ্বল প্রাণবন্ত প্রস্তুতিসভার আলোচনায় উপস্থিত সকলে মুগ্ধ হন। জেলা প্রশাসক ড. চাকমা বলেন, সকলের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুন্দর, আকর্ষণীয় ও উপভোগ্য হতে পারে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর আয়োজন। বিগ বাজেটের এ টুর্নামেন্টে পুরস্কার থেকে শুরু করে কোনো কিছুই যেন কমতি না হয়। সমস্ত কিছুই যেন অধিকতর মানসম্মত হয়। এ কথা বলে সরকারি বাজেটের পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীদেরকে সাথে থাকার আহ্বান জানান। প্রস্তুতিসভায় উন্মুক্ত আলোচনা একপর্যায়ে জেলা প্রশাসক উপস্থিত সকলের সম্মতিতে লটারির মাধ্যমে খেলার ফিকশ্চার তৈরি করেন। একই সাথে সকলের সম্মতিকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামকে এ খেলার ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ অক্টোবর চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা (বালক-বালিকা) অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। প্রস্তুতিসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, সাবেক ফুটবলার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রতিনিধি ইসলাম রকিব, জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য নুরুন্নাহার কাকুলি, জেলা তথ্য অফিসার, জেলা স্কাউট সম্পাদকসহ উপ কমিটির সদস্যবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More