গাংনী পৌর আ.লীগের পদ পরিচয় দিয়ে ইউএনও অফিসে আবেদন : ব্যবস্থা গ্রহণে তৎপর আ.লীগ 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদবী জালিয়াতি করে বিভিন্ন অফিসে হুমকি-ধামকি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদা দাবিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে জনৈক আকরামুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি সে একই পরিচয়ে গাংনী ইউনএনও অফিসে একটি আবেদন করেছেন। এ আবেদনের প্রমাণ সাপেক্ষে পৌর আওয়ামী লীগ এবার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন। গাংনী পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে।

গাংনী পৌর আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সম্প্রতি গাংনী উপজেলায় খাদ্য গুদামে গম ক্রয় সংক্রান্ত বিষয়ে গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদবী ব্যবহার করে জনৈক আকরামুল হক ওরফে এনামুল গাংনী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন। বিষয়টি পৌর আওয়ামী লীগের নজরে আসে। এখানে নাম ও পদবী জালিয়াতি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাংনী পৌর আওয়ামী লীগসহ দলীয় কোনো কমিটিতে আকরামুল হক ওরফে এনামুলের নামের কোনো অস্তিত্ব নেই। উক্ত পদে দায়িত্ব পালন করছেন জাকির হোসেন বাচ্চু ও মতিয়ার রহমান মাস্টার। উপজেলায় গম ক্রয় সংক্রান্ত অভিযোগটি মিথ্যা পরিচয়ে দাখিল করে দলীয় ভাবমুর্তি ক্ষুণœ করা হয়েছে। এই মিথ্যা ও পদবী জালিয়াতিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করা হয়েছে।

তাছাড়া আকরামুল ওরফে এনামুল দীর্ঘদিন ধরে গাংনী পৌর আওয়ামী লীগের নাম ও পদবী জালিয়াতি করে বিভিন্ন অফিসে দালালি, হুমকি ধামকি দিয়ে অর্থ বাণিজ্য ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে পৌর আওয়ামী লীগের কাছে। তবে প্রমাণ না থাকায় এতোদিন তার বিরদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়নি।

জানতে চাইলে আকরামুল হক ওরফে এনামুল হক জানায়, আমি ভুল করে আবেদনপত্রে পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লিখেছি। প্রকৃত পক্ষে গাংনী আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের পদে রয়েছি।

এদিকে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী জানায়, আকরামুল হক নামের কেউ আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে নেই।

এ ব্যাপারে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, আওয়ামী লীগের পদ পদবী হাটবাজরে ক্রয় করা যায় না। সে আওয়ামী লীগের দলীয় কোনো পদ পদবীতে নেই। দলীয় পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক বলেন, আকরামুল হক দলীয় ভুয়া পরিচয়ে নিজেকে জাহির করছেন। সে আওয়ামী লীগ ও  অঙ্গ সংগঠনের কোনো পদে নেই।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More