চুয়াডাঙ্গাবাসীর মাঝে পর্যায়ক্রমে এক লাখ মাস্ক বিতরণ করা হবে

শহীদ হাসান চত্বরে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে পুলিশ সুপার জাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের সংক্রমণরোধে চুয়াডাঙ্গায় এক লাখ মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের শহীদ হাসান চত্বরে মাস্ক বিতরণের এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল স্বাস্থ্যবিধি মেনে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, করোনার এই সঙ্কটকালীন সময়ে আমরা অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণসহ বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছি। এসব কাজ করতে গিয়ে আমাদের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও আমাদের দায়িত্ব ও কর্তব্য চালিয়ে গেছি।
তিনি আরও বলেন, লকডাউন শিথিলের পর সাধারণ মানুষ প্রয়োজনীয় জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে। প্রথম দিকে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা দেখা গেছে। আস্তে আস্তে মানুষের অনীহা দেখা দিচ্ছে। করোনার সংক্রমণরোধে বাইরে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। বর্তমানে করোনা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে তাই জেলা পুলিশ সচেতনতা সৃষ্টিসহ অস্বচ্ছলদের মাঝে মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে এক লাখ মাস্ক বিতরণ করা হবে। শুধু জেলা শহরে নয় জেলার প্রতিটি প্রান্তরে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণের এ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব কবীর, ট্রাফিক ইন্সপেক্টর শাহাবুদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More