তথ্য না দেয়ায় নিবন্ধিত ১৪ দলকে ইসির শোকজ

স্টাফ রিপোর্টার: হালনাগাদ তথ্য না দেওয়ায় ১৪টি রাজনৈতিক দলকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫ দিনের মধ্যে দলগুলো ইসির চিঠির জবাব দিতে বলা হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দলগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক/মহাসচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে। ইসির নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে ২১টিই সময়মতো তথ্য দিয়েছে। আর চারটি দল সময় চেয়ে কমিশনকে চিঠি পাঠিয়েছে। দলগুলো নিবন্ধনের শর্ত মেনে চলছে কি না, সে বিষয়ে তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়। গত ১৩ অক্টোবর পাঠানো চিঠিতে ৩০ কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে তথ্য দিয়েছে ২১টি রাজনৈতিক দল। সময় চেয়েছে চারটি। ১৪টা দল সময়মতো দেয়নি। যারা সময় চেয়েছে তাদের আমরা সময় দিয়েছি এক মাস। যারা দেয়নি তারা কেন দেয়নি এজন্য কারণ জানতে চাওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে। এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

যে ১৪ দলকে শোকজ:কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি। এগুলোর মধ্যে দুটি দল বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি সময় পেরিয়ে গেলে তথ্য দিয়েছে। চারটি রাজনৈতিক দল সময় চেয়েছে। দলগুলো হলো বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, এনপিপি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More