নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে ব্যর্থতা উল্লেখ্য করে সরকারের পদত্যাগ দাবি

স্টাফ রিপোর্টার: চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনী, ঝিনাইদহের শৈলকুপা, কালীগঞ্জ ও কোর্টচাঁদপুরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদিকে, শৈলকুপায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে হামলা চালিয়ে প- দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সমাবেশে দেশের দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যর্থতা উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়েছে বক্তারা বলেন, চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এ সময় তারা সরকারের সীমাহীন দুর্নীতি, ভুলনীতি ও ব্যর্থতার দায়ে অবিলম্বে পদত্যাগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান। না হলে, বিএনপি’র নের্তৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি দেন। এ সময় উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে নেতা-কর্মীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে গেলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে প্রতিবাদী সমাবেশ করেছে বিএনপি। চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দর বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার সকালে এ সমাবেশের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও মনিরুজ্জামান গাড্ডু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদল সিনিয়র সহসভাপতি আব্দাল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক চপল বিশ্বাস, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদল আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব ইনামুল হকসহ নেতৃবৃন্দ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ প- হয়ে গেছে। গতকাল শনিবার সকালে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে শৈলকুপা শহরের কবিরপুরে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন বাবর ফিরোজ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরুর প্রস্তুতি চলছিল। ঠিক সেই মুহূর্তে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে হামলা চালান। এ ঘটনায় শৈলকুপা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ঠা-ু, যুবদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক এমদাদুল হক আকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, ছাত্রদলের সজীব হোসেন ও কুদ্দুস হোসেন আহত হন। তিনি বলেন, সমাবেশস্থলে শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়েছে। ফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে পারেনি নেতাকর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বিএনপির নেতাকর্মীরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সমাবেশে বাধা দেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোর্টচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কোটচাঁদপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় কন্দ্রƒচির অংশ হিসেবে মেইন বাজার চত্বরে পৌর বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সদস্য আবুবকর বিশ্বাস। সভায় প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস.কে.এম সালাহ্উদ্দিন বুলবুল সিডল। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ইকরামুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মীর্জ টিপু, পৌর বিএনপি নেতা মমিন মনোয়ার, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুল, যুবদল নেতা রিপন শেখ, ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, ছাত্র নেতা নাসির উদ্দিন লিয়ন, শাওন খাঁন, ফায়াত আল-জাবির প্রমুখ।
কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকালে কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির উপজেলা ও পৌর শাখা। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সমাবেশে উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক হামিদুল ইসলাম হামিদ, পৌর বিএনপি সভাপতি আতিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More