যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে

চুয়াডাঙ্গায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক অনুদানের চেক বিতরণকালে এমপি ছেলুন

ডিঙ্গেদহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ২০১৯-২০ অর্থ বছরের চুয়াডাঙ্গা জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে এ অনুদানের চেক প্রদান করেন। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন ছিলো দেশের পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষের উন্নয়ন সাধন করা। কিন্তু পাকিস্তানী প্রেতাত্মারা ষড়যন্ত্র করে তার স্বপ্নকে পূরণ হতে দেয়নি। ৭৫’র ১৫ আগস্ট ঘাতকরা স্বপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দিন রাত ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা জনগণের কল্যাণের জন্য চিন্তা করে কাজ করেন তিনি। দেশের এ বিপুল জনসংখ্যার চাকরি দেয়া সম্ভব নয় কোনো সরকারের পক্ষে। এজন্য সরকার সমাজ সেবা অধিদফতর, যুব উন্নয়ন অধিদফতর, মহিলা বিষয়ক অধিদফতরসহ বিভিন্ন অধিফতরের মাধ্যমে দেশের যুবক-যুবতীদের দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করছেন। এ সকল যুব সমাজকে দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। চাকরির পেছনে আর না ঘুরে এসকল প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হতে হবে। সরকার অর্থ দিয়ে তাদের সহযোগিতা করবেন। সরকারের দেয়া এ অনুদানের টাকা দিয়ে মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করার জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াহ ইয়া খান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য মুন্সি আলমগীর হান্নান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মাসুম আহাম্মেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেবের উপস্থাপনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. সামসুজ্জোহা, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। আর উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার (রেজি:) তোফাজ্জেল হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজ সেবা অফিসার মৌমিতা পারভীন। শেষে জেলার ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ৭ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More