রাশিয়ার তেল-গম কিনতে ভারতের ‘বুদ্ধি’ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে তেল ও গম কিনতে ভারতের কাছে ‘বুদ্ধি’ চেয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তার দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ভারতের আসামের রাজধানী গুয়াহাটিতে নদীবিষয়ক সম্মেলনে অংশ নেয়ার পর দেশে ফিরে তিনি এমন তথ্য দিলেন। ওই সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে তার আলোচনা হয়। বৈঠকে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গে জানতে চাইলে ড. মোমেন বলেন, রাশিয়া আমাদের কাছে তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। তারা আমাদের কাছে গমও বিক্রি করতে চায়। কিন্তু আমরা তো নিষেধাজ্ঞার ভয়ে…ভারতের কাছে জানতে চেয়েছি তোমরা কীভাবে করেছ। তোমরা তো নিচ্ছো।… জ্বালানি তো আমাদের জন্য সত্যিকারের একটি সমস্যা। এ নিয়ে আমরা ভয়ে আছি। তাই আমরা তাদের কাছে বুদ্ধি চাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারা কীভাবে রাশিয়ার কাছ থেকে তেল ও গম কিনে সামাল দিয়েছে। তারা বড় দেশ, তারা ম্যানেজ করতে পারে। তারা কোনো পদক্ষেপ নিলে কেউ তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় না। আমরা তো দরিদ্র, ছোটখাটো দেশ, আমাদের ওপর মাতব্বরি একটু বেশি। মাতব্বরি তো দেখছেন প্রতিদিন। আপনারাও (সাংবাদিকরা) তাদের উৎসাহ দেন। তারা প্রতিদিন একেকটা ইস্যু নিয়ে আসে। মন্ত্রী বলেন, আমরা তাদের বলতাম উন্নয়ন অংশীদার। এখন উন্নয়নে এক পয়সাও দেয় না। কিন্তু খালি অ্যাডভাইস দিয়েই যাচ্ছে। আর উন্নয়ন যাতে বাধাগ্রস্ত হতে পারে, তার জন্য যত ধরনের ফরমাশ আছে, তা দিচ্ছে। অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দিচ্ছে। সেগুলো তো গ্রহণযোগ্য নয়। এ জন্যই আমরা ভারতের সঙ্গে আলাপ করেছি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More