কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন ৪ ফেব্রুয়ারি : প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪ জন : ২৫ পদের বিপরীতে ভোটযুদ্ধে মাঠে ৪৮ প্রার্থী

দর্শনা অফিস: কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৪ ফেব্রুয়ারি। এ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ২টি ওয়ার্ডের ৪জন সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একইদিন প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ, জমা ও বাছাইসহ প্রতীক বরাদ্দা সম্পন্ন করা হয়েছে। সেই সাথে প্রার্থিতা প্রত্যাহারের দিনও ছিলো গতকালই। শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ। ২৪ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী ওইদিনই বেলা ১১টার দিকে নির্বাচনী এলাকার বিবরণ প্রকাশ করা হয়েছে। ২৬ জানুয়ারি সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। ২৭ জানুয়ারি সকাল ১০টার দিকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তির শেষ সময় ছিলো; তাতে কোন প্রকার আপত্তির খবর পাওয়া যায়নি। ওইদিনই সন্ধ্যা ৭টার দিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ভোটার তালিকা মতে এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ১ হাজার ১৮৭ জন ভোটার। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্রের ফরম সরবরাহ করা হয়। দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়নি। রাত ৮টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বেধে দেয়া হলেও শেষ পর্যন্ত কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। আজ রোববার বিকেল ৩টার দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪ ফেব্রুয়ারি কেরুজ পুরাতন হাইস্কুলে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত। চিনিকলের হিসাব, প্রশাসন ভা-ার, স্বাস্থ্য বিধান, ইমারত, সেনিটেশন, হাসপাতাল, চোলাই মদ কারখানা, ডিস্ট্রিলারি, বিদ্যুৎ ও কারখানা, প্রকৌশলী, পরিবহন, ইক্ষু উন্নয়ন, ইক্ষু সংগ্রহ বিভাগসহ বাণিজ্যিক খামারগুলোর শ্রমিক-কর্মচারীদের নিয়ে সর্বমোট ভোটার সংখ্যা গত নির্বাচনে ছিলো ১০৮৮। দেশের ৬টি চিনিকল বন্ধ হওয়ায় বিভিন্ন মিলের শ্রমিক-কর্মচারী কেরুজ চিনিকলে যোগদান করেছে ২৭৪ জন। ফলে মোটার ভোটার সংখ্যা ১৩৬২ হওয়ার কথা থাকলে ১৭৫ জন শ্রমিক-কর্মচারী মৃত্যু ও অবসরজনিত কারণে চূড়ান্ত ভোটার তালিকায় এক হাজার ১৮৭ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এবার ১০টি বুথে ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবে। এ নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ৪৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। এদের মধ্যে ২টি ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ১নং ওয়ার্ডের সেলিম খান এবং ৬নং ওয়ার্ডের মাজেদুল ইসলাম, নুরুল ইসলাম ও মজিবর রহমান। এ নির্বাচনে পরিবর্তন আনা হয়েছে পরিষদের সদস্য সংখ্যায়। তথ্যানুযায়ী কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান পরিষদে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ১৩ জন। বছর ছয়েক আগে ২৫ সদস্যের কমিটির পরিবর্তন করে তা ১৩ সদস্যে করা হলেও এবার পরিবর্তন সেই পঁচিশে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে পরিবর্তন করে ফের ২৫ সদস্যের কমিটি নির্ধারণ করা হয়েছে। ফলে এবারের নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। এবার সভাপতি পদে বর্তমান সভাপতি ফিরোজ আহমেদ সবুজ (ছাতা) ও সাবেক সভাপতি তৈয়ব আলী (বাইসাইকেল) প্রতীকে লড়বেন। সহসভাপতি পদে নির্বাচিত হবেন ২ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএম কবীর (কলস), আনিসুর রহমান (গরুরগাড়ি), রেজাউল করিম টেবিল ও মফিজুল ইসলাম (তালাচাবি), সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ (চাঁদতারা), সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স (আনারস) ও নতুন প্রার্থী জয়নাল আবেদীন নফ (হারিকেন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকবেন। যুগ্মসম্পাদক পদেও ২জন নির্বাচিত হবেন। ভোটযুদ্ধে মাঠে রয়েছেন বর্তমান যুগ্মসম্পাদক খবির উদ্দিন (আম), সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান (চেয়ার), হাফিজুর রহমান (হাঁস), মহিদুল ইসলাম (হাতপাখা) ও আতিয়ার রহমান (মাছ) প্রতীকে ভোট করবেন। সাংগঠনিক সম্পাদক পদে ইকবাল হোসেন (কাপপিরিচ) ও বাবুল আক্তার (প্রজাপতি), দফতর সম্পাদক পদে সালাউদ্দিন সনেট (উড়োজাহাজ) এবং আবুল হোসেন (হরিণ), প্রচার সম্পাদক পদে সাংবাদিক ইয়াসির আরাফাত মিলন (কুঁড়েঘর), মিজানুর রহমান (মোরগ) ও আব্দুল কুদ্দুস (মোবাইলফোন)। কোষাধ্যক্ষ পদে কায়েশ আব্দুল্লাহ (রিকশা ও আবু সাঈদ (কাঁঠাল) প্রতীকে ভোট করবেন। এছাড়া ৭টি ওয়ার্ডের মধ্যে ১ ও ৬নং ওয়ার্ডে ৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যারা ভোটযুদ্ধে রয়েছেন তাদের মধ্যে ২নং ওয়ার্ডে বাবর আলী (বেলচা), আব্বাস আলী (বালতি) ও আমিরুল ইসলাম (ডাব)। ৩নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম (ডাব), মোজাহারুল ইসলাম (হাতুড়ি), শরিফুল ইসলাম (টর্চলাইট) ও শফিকুল ইসলাম (আখের আটি)। ৪নং ওয়ার্ডে মতিয়ার রহমান (ডাব), কামরুল হাসান লোমান (আখের আটি), মাহমুনুল হাসান (টর্চলাইট)। ৫নং ওয়ার্ডে সাইফউদ্দিন সুমন (ডাব), সাহেব আলী (টর্চলাইট) ও হারিজুল ইসলাম (আখেরআটি) এবং ৭নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম (গাভী), জাহিদুল ইসলাম (বালতি) ইদ্রিস আলী (ডাব), রবিউল ইসলাম (বেলচা) আজাদুল ইসলাম (হাতুড়ি) ও তারাপদ (আখেরআটি) প্রতীকে নির্বাচন করবেন। এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, সদস্য সচিব পরিবহন বিভাগের (প্রকৌশলী) আবু সাইদ, সদস্য প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক (পার্সোনাল) আল আমিন, উপ-ব্যবস্থাপক (হিসাব) জাবেদ হাসান, জুনিয়ার অফিসার (বাণিজ্যিক) জহির উদ্দিন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More