চুয়াডাঙ্গায় করোনায় ৪জন ও উপসর্গে আরও ৩জনের মৃত্যু : শনাক্ত ৮৫

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রাণঘাতি করোনায় মৃত্যুর হার উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭১ জনে। গতকাল সুস্থ হয়েছেন ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৩ হাজার ৭১২ জন। এদিন নতুন করে ৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮৫৫ জন। নতুন শনাক্তকৃত ৮৫ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৪৪ জন, আলমডাঙ্গায় ২৩ জন, দামুড়হুদায় ১১ জন এবং জীবননগর উপজেলার ৭ জন রয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ নতুন ৩১৬ জনের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেন। এ নিয়ে মোট নমুনা প্রেরণ করেছেন ২১ হাজার ৪৭০ জনের। এদিন ৩২০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে মোট ফলাফল পাওয়া গেছে ২১ হাজার ৩২৫ জনের। বর্তমানে চুয়াডাঙ্গায় শনাক্তকৃত সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৭২ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ১০৭ জন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৮শ ৬৫ জন। সিভিল সার্জনের দেয়া তথ্য মতে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মারা গেছেন ১৭১ জন। এর মধ্যে চুয়াডাঙ্গাতে মারা গেছেন ১৫৪ জন এবং জেলার বাইরে ১৬ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More