ভারতের দেয়া উপহার ১০টি ব্রডগেজ রেলইঞ্জিন দর্শনা সীমান্ত হয়ে প্রবেশ করলো দেশে

স্টাফ রিপোর্টার: ভারতের দেয়া উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে প্রবেশ করেছে। দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কানফারেন্সের মাধ্যমে ব্রডগেজ রেল ইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পর্ণ হয়ওয়ার কয়েক ঘণ্টার মাথায় সোমবার বিকেলে ইঞ্জিনগুলো গেদে হয়ে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌছূয়।

ভারতের দেয়া উপসহার গুলো বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো ছিল। ইঞ্জিন গুলোর রং সাদা ও নীল মিশ্রণ ছিল। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে সকল আনুষ্ঠানিকতা সম্পান্ন করে পারবর্তীপুরে ৫টি ও ঈশ্বরদিতে ৫টি ইঞ্জিন পাঠানো হবে। হুইসেল বাজিয়ে ভারতের সময় দুপুর ৩টা বিশ মিনিটে গেদে থেকে ইঞ্জিন গুলো বাংলাদেশের উদ্দেশ্য রওনা দেয়। বিকাল ৪ টা ৫ মিনিটে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে ইঞ্জিন গুলো এসে পৌছালে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। ব্রডগেজ রেল ইঞ্জিন গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে উপস্থিত ছিলেন রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক(আরএস) মনজুর-উল আলম চৌধুরি, পশ্চিম রাজশাহি রেলের মহাব্যাবস্থাপক মিহির কান্তি গ্রহ, পশ্চিম রাজশাহি রেলের প্রদান প্রকৌশলি আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমান, দর্শনা আন্তর্জাতিক রেল ষ্টেশনের সুপারইনটেন্ড মীর লিয়াকত আলি প্রমুখ।
প্রসঙ্গত: সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শংকর এবং রেল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ১০টি ব্রডগেজ লোকোমোটিভের বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী শ্রী অঙ্গদি সুরেশ। বাংলাদেশ সরকারের পক্ষে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন লোকোমোটিভগুলো গ্রহণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More