ভারত ফেরত আরও ১২ জন মেহেরপুরে কোয়ারেন্টাইনে : নতুন দুজনের করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় নতুন করে দুজন করোনা পজেটিভ রোগী চিহ্নিত হয়েছে। নতুন আক্রান্ত দুজনের মধ্যে মেহেরপুর গাংনী উপজেলার ভিটাপাড়ায় একজন ও মুজিবনগর উপজেলায় রামনগরে একজন রয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫ জন। এদিক ভারত থেকে নতুন আগত আরও ১২ জন বাংলাদেশিকে মেহেরপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এদিকে গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরও জানায়, কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন নতুন ২২টি নতুন রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে দুজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলো নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট ৯৯৮ জনের দেহে করোনা পজেটিভ হয়। বর্তমানে চিকিৎসাধীন ৪৫ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলায় নয়জন ও মুজিবনগর উপজেলায় তিনজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৭৬ জন। এদের মধ্যে সদর উপজেলার ৫৩ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার আটজন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ৮৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৯২ জন, গাংনী উপজেলায় ২৬৬ জন ও মুজিবনগর উপজেলায় ৯৭ জন রয়েছেন । এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২২ জন। মারা যাওয়া ২২ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার নয়জন ও মুজিবনগর উপজেলার তিনজন রয়েছেন।
এদিকে ভারত থেকে আগত আরও ১২ বাংলাদেশিকে মেহেরপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত ভারতে আটকাপড়া আরও ১২ বাংলাদেশি চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতে থেকে দেশে ফেরেন। এ নিয়ে মোট ৯৪ জন বাংলাদেশিকে পুলিশ প্রহরায় মেহেরপুরে নেয়া হয়। মেহেরপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং টিটিসিতে এ ৯৪ জনকে রাখা হয়েছে। প্রথম দফায় ১৮ জন, দ্বিতীয়দফায় ৩৩ জন, তৃতীয় দফায় ৩১ জন এবং চতুর্থ দফায় ১২ জন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভারত ফেরত নাগরিককে এখানে আনা হয়েছে। আগামী ১৪ দিন তারা মেহেরপুরে অবস্থান করবেন। ভারত সীমান্ত পার হওয়ার সময় তাদের সোয়াব পরীক্ষা করা হয়েছে। যাদের রিপোর্ট নেগেটিভ হয়েছে তাদেরকে কেবল মেহেরপুরে নেয়া হয়েছে। ভারত ফেরত সব বাংলাদেশির দেখভালের দায়িত্বে রয়েছেন মেহেরপুর জেলা প্রশাসন। সার্বিক বিষয়টি তদারকি করছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More