মাতৃভাষার প্রতি যত্মবানসহ জাতীয় পতাকা উত্তোলনে বিধি প্রতিপালনের তাগিদ

চুয়াডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার: মাতৃভাষা ব্যবহারে আমাদের সর্বোচ্চ সতর্ক হতে হবে। বাংলা ভাষা প্র্রয়োগে, শব্দ গাঁথুনিতে আমাদের সর্বাত্মক যত্মবান হওয়া প্রয়োজন। ভুল বানান, ভুল শব্দ প্রয়োগ ভাষাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। রক্তের বিনিময়ে রক্ষা করা মাতৃভাষা আমাদের বিশ্বদরবারেও অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান উপরোক্ত অভিমত ব্যক্ত করে বলেছেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপনে সকলকে আন্তরিক হতে হবে। জাতীয় পতাকা নিয়ম মেনে তুলতে হবে, অর্ধনমিত রাখতে হবে। অবার যথাসময়ে নিয়ম মেনে নামাতে হবে। এ বিষয়ে কারো গড়িমশির সুযোগ নেই।

গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ আহ্বান জানিয়েছেন। এবার একুশের আগের দিন ২০ ফেব্রুয়ারি প্রতিযোগিতা পর্বগুলো সম্পন্ন রাখার সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বলা হয়েছে, ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিতব্য আলোচনাসভায় সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। ২১ ফেব্রুয়ারির প্রথমভাগে তথা ২০ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমাদের সকলকে সু-শৃঙ্খল রাখতে হবে। প্রভাতফেরির পরিবেশও সুন্দর রাখতে হবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা গত সভার সিদ্ধান্তসমূহসহ মন্ত্রণালয়ের নির্দেশনা উপস্থাপন করেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সহকারী পুলিশ সুপার আনিছুজ্জামান লালন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। জেলার প্রায় সকল সরকারি ও বেসরকারি স্বায়ত্বসাশিত প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More