যাদের ভোটে নির্বাচিত হয়েছেন তাদের প্রতি ভালোবাসা বজায় রাখবেন

আন্দুলবাড়িয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথবাক্য পাঠ অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমানকে শপথবাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, জীবননগর উপজেলার নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের পরিচালনায় শপথবাক্য পাঠ অনুষ্ঠানে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চামকা বলেন, যাদের ভোটে নির্বাচিত হয়েছেন তাদের প্রতি ভালোবাসা বজায় রাখবেন। সেবা প্রদান, উত্তম ব্যবহার ও হাসিমুখে বরণ করবেন। সেবা প্রদানের যেকোনো বিষয় তাদেরকে বিনয়ের সাথে বুঝিয়ে বলবেন। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সরকারি বিধান পালনে সচেষ্ট হবেন। কোনো নাগরিক আপনার পরিষদ থেকে যেন সেবা না নিয়ে ফেরত না যান। খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে চুয়াডাঙ্গা জন্ম এবং মৃত্যু নিবন্ধনে পিছিয়ে আছে। আপনার প্রতি আহ্বান এই কাজগুলো অন্তত গুরুত্বের সাথে নিবেন। সরকারের যে নির্দেশনা আপনার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাবে। আমি বিশ্বাস করি, এই কাজগুলো আপনার মননশীল চিন্তা চেতনায় আরও বেশি গতি পাবে। জেলা প্রশাসক গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়ে বলেন, সবথেকে বেশি মনোযোগ দিবেন বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে। মাদক বাল্যবিয়ে ও আত্মহত্যা। এগুলোর প্রতি শক্ত অবস্থানে থাকবেন। এই সামাজিক ব্যাধিগুলো প্রতিরোধে নানা প্রকার উদ্যোগ নিবেন। আমন্ত্রণ জানালে আমরা আপনার পরিষদে যেয়ে সেই কার্যক্রমগুলো আমরা দেখে আসবো।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More