স্কেচ এঁকে ছিনতাইকারী গ্রেফতার করলো পুলিশ : দুটি মোটরসাইকেল উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযান : পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্কেচ এঁকে মোটরসাইকেল, মোবাইলসহ ছিনতাই সিন্ডিকেটের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মহাসিন ওরফে মোবারক (২৫) পাবনা জেলার চরকাতরা গ্রামের কিতাব সরদারের ছেলে। গতকাল রোববার দুপুর ২টায় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার রাতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থেকে মোবারককে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তিতে নীল রঙের ১৬০ সিসির একটি অ্যাপাচি, শাদা রঙের ১৫০ সিসির একটি ইয়ামাহা পুরোনো মডেলের এফজেড-এস মোটরসাইকেল, মাস্টার কী (চাবি) এবং শাওমি কোম্পানির পোকো মডেলের একটি স্মার্ট মোবাইলফোন উদ্ধার করে পুলিশ। তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে দর্শনার আজিমপুর গ্রামের সোয়েব আলীর ছেলে সাহিদ হোসেন মোটরসাইকেলযোগে নিজবাড়ি থেকে বোনের বাড়ি সদরের কুকিয়া চাঁদপুর গ্রামে আসছিলেন। এ সময় ওওই গ্রামের একটি মাল্টা বাগানের নিকট অজ্ঞাত তিন মুখোশ পরিহিত ব্যক্তি রাস্তায় দড়ি দিয়ে পথ অবরোধ করে। এতে সাহিদ মোটরসাইকেল থামালে তাকে মারধর করে হাত-পা বেঁধে পাশের মাল্টাবাগানে ফেলে তার ১৬০ সিসির অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পথচারিরা তাকে উদ্ধার করে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনার দুদিন পর অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সাহিদ হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় অজ্ঞাত তিন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনসহ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। এতে অজ্ঞাত তিন ব্যক্তির গ্রামের মধ্যে থেকে ভ্যানে করে যাতায়াত করার তথ্য নিশ্চিত হন। ওই তিন ব্যক্তির প্রত্যক্ষদর্শীদের নিকট ধারণা শেষে তাদের স্কেস (চেহারার ছবি) আকেন। এরপর শুরু হয় তদন্ত। তথ্য প্রযুক্তির ব্যবহার করে মহাসিন ওরফে মোবারককে শনাক্ত করে।

পুলিশ সুপার বলেন, গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) মাসুম বেল্লা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত শেখসহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির ব্যবহার করে অবস্থান নিশ্চিত করে কুষ্টিয়া ভেড়ামারা এলাকায় অভিযান পরিচালনা করে মহাসিন ওরফে মোবারককে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট থেকে ছিনতাইয়ের অ্যাপাচি ও এফজেড-এস মডেলের আরেকটি মোটরসাইকেলসহ উদ্ধার করা হয় লোহার পাতের চাবি যাহা দিয়ে মোটরসাইকেলের খুব সহজেই লক ও চাবি হিসেবে ব্যবহার করা যায়। তিনি আরও বলেন, এরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ আশপাশে জেলাতেও ছিনতাই করে। বাকি আসামিসহ চক্রের সবাইকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More