দামুড়হুদার কার্পাসডাঙ্গা কলেজে পূর্বশত্র“তার জের ধরে বহিরাগতদের অস্ত্রের মহড়া

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে পূর্বঘটনার জের ধরে বহিরাগত সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে এসে অস্ত্রের মহড়া দিয়েছে। এতে সাধারণ ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

জানা গেছে, গত শনিবার কলেজের বাইরে একটি দোকানে ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে দু ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কলেজে দু পক্ষ ছাত্রের মধ্যে সংষর্ঘ হয়। তারই জের ধরে গতকাল সোমবার বেলা ১১টার দিকে দ্বাদশ শ্রেণির ছাত্র পায়েল ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আসে একাদশ শ্রেণির ছাত্র জহিরুলের ওপরে হামলার জন্য। কলেজের ছাত্রছাত্রীরা জানায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের নায়েব আলীর ছেলে পায়েল (১৯) ও তার ভাই পারভেজ (২৫) একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাদকব্যবসায়ী শিপন (২৩) ও আব্দুর রাজ্জাক মস্তানের ছেলে পলাশ (২০) তিনটি মোটরসাইকেলযোগে কলেজে প্রবেশ করে পিস্তল উচিয়ে মহড়া দিতে থাকে। এ সময় সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজের অধ্যক্ষ বিষয়টি কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে পায়েলকে আটক করলেও বহিরাগত সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ পায়েলকে ক্যাম্পে নিয়ে এসে কিছুক্ষণ পরে কলেজ কর্তৃপক্ষে নির্দেশে ছেড়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা করছে ছাত্রছাত্রীরা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম জানান, কলেজের পরিবেশ যে ছাত্রছাত্রী নষ্ট করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More