বর্তমান সমাজ ব্যবস্থায় রবীন্দ্র দর্শন প্রয়োগের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় শ্রীমন্ত টাউন হলে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ওয়ালিউর রহমান মালিক টুল্লু। প্রধান অতিথি হিসেবে ছিলেন- হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদের প্রধান নির্বাহী শেখ হামীম হাসান ও বাবু বানোয়ারী লাল বাগলা। আলোচনা শেষে কবির বিভিন্ন পর্বের গান নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে বসবাসকারী মানুষের জন্য যে ৫টি মৌলিক অধিকার সংবিধানে সংরক্ষিত আছে। সেই অধিকারগুলোর কথা বহু আগেই বলেছিলেন রবীন্দ্রনাথ। নওগাঁর কালীগ্রামে জমিদারি পরিচালনা করতে এসে গরিব প্রজাদের মুক্তির কথা ধরা দিয়েছিলো বিশ্ব কবির চেতনায়। বিশ্ব কবির সেই চেতনার প্রয়োগ করতে পারলেই সমাজে শান্তি, অগ্রগতি ও মুক্তি সম্ভব।

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের আয়োজেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যূবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার রচনা প্রতিযোগিতা ,আলোচনাসভা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক সুলতানা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম। প্রভাষক শাহীনুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. এম.এ রশীদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মারুফুল ইসলাম ও কলেজছাত্রী নাঈমা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন, রবীন্দ্রনাথের রচনায় মানবপ্রেম সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। মানবপ্রেমই পারে ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে দূরে রাখতে।

আলোচনা শেষে কলেজ অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, কলেজছাত্রী মৌলি, বর্ষা, অনন্ত, ডরিন, নাজনীন সুলতানাসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্য পরিবেশন করেন কলেজ ছাত্রী শাহনেওয়াজ। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ফাতেমা খাতুন প্রথম স্থান, সুমাইয়া পারভীন দ্বিতীয় স্থান ও একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের হুমায়রা ফেরদৌসী তৃতীয় স্থান অধিকার করেন। এরপর কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

ভ্রাম্যমাণ সংবাদদাতা জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আবাসন প্রকল্পের দ্বিতল ভবন অফিসকক্ষে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতিসংসদ ও শিল্পী সোহরাব হোসেন স্মৃতি সংসদের যৌথ আয়োজনে দর্শনা সরকারি কলেজের (অব.) প্রভাষক আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্নিবীণার প্রতিষ্ঠাতা (ঢাকা) সভাপতি এইচএম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সোহরাব হোসেন স্মৃতি সংসদের সভাপতি সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী। উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার, সাংবাদিক হাশেম রেজা হাসমত, শিক্ষিকা আকলিমা খাতুন, রাফিয়া বেগম, শ্রী রঘুনাথ পাল, সোনিয়া খাতুন, কনা, আলো মণ্ডল, নাসির উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সম্পাদক সানাউল কবির শিরিন ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন, আবু জাফর, শেখ শাহীন প্রমুখ। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের  ৭৫তম মহাপ্রয়াণ উপলক্ষে স্থানীয় শিল্পীরা কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More