জীবননগর বাঁকায় গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জীবননগরে গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাঁকা-  ঘোষনগর মাঠে ৫০জন প্রতিযোগির অংশগ্রহণে এ খেলার উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরজ।

আয়োজক কমিটির সভাপতি বাঁকা ইউপি সদস্য খায়রুল ইসলাম জানান, আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার অতি পুরানো ও ঐতিহ্যবাহী  খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। এ কারণে আমরা গ্রামবাসীর আয়োজনে গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করেছি। এ প্রতিযোগিতায বিভিন্ন অঞ্চল থেকে ৫০ জন প্রতিযোগি তাদের গরুর গাড়ি ও দল নিয়ে অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় বিজয়ীকে আকর্ষনীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

 

Comments (0)
Add Comment